শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

গম্ভীরা চর্চা বাড়াতে একটি প্রকল্প করা যেতে পারে : আসাদুজ্জামান নূর

শেষ হলো জাতীয় গম্ভীরা উৎসব-২০১৬

| প্রকাশের সময় : ৫ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে জাতীয় গম্ভীরা উৎসব ২০১৬। ঢাকা বিশ্ববিদ্যালয় চারকলার বকুলতলায় দুই দিনব্যাপী এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে প্রধান অতিথি হিসেবে ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমাদের আঞ্চলিক সংস্কৃতিগুলোকে রক্ষা করা, পুনরুদ্ধার করা, বিকাশ ঘটানোর জন্য একটি আরকাইভ করা প্রয়োজন। আমরা কিছু কাজও শুরু করেছি।’ গম্ভীরা প্রসঙ্গে সংস্কৃতি মন্ত্রী আরও বলেন, ‘চাঁপাইনবাবগঞ্জের একটি ঐতিহ্য হলো গম্ভীরা। ওই এলাকার মানুষ ছাড়া এটা অন্য কারো পক্ষে নির্মাণ করা সম্ভব নয়। গম্ভীরা নিয়ে বছরে এমন বড় আয়োজন করার পাশাপাশি নিজ নিজ অঞ্চলে এর চর্চা বাড়াতে হবে। একটি প্রকল্প করা যেতে পারে গম্ভীরা চর্চা বাড়াতে। এমন কোনো উদ্যোগ নেয়া হলে আমি অবশ্যই পাশে থাকার চেষ্টা করব। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অধ্যাপক মমতাজ উদ্দীন আহমেদ, চিত্রশিল্পী রফিকুন্নবী, চিত্রশিল্পী হাশেম খান, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের এমপি গোলাম মোস্তফা ভূইয়া, দিয়াড়ের আহŸায়ক মুখলেসুর রহমান মুকুল সদস্য সচিব আনোয়ার হকসহ অনেকে। জাতীয়ভাবে লোকসংস্কৃতির আকর্ষণীয় অনুষঙ্গ নানা-নাতির গম্ভীরা উৎসবে শামিল হন এ গানের অনুরাগীরা। জাতীয়ভিত্তিক সাংস্কৃতিক-সামাজিক সংস্থা ‘দিয়াড়’ আয়োজিত উৎসবটি শেষ হয় গত শনিবার। উৎসবে মোট ১০টি গম্ভীরা দল অংশগ্রহণ করে। প্রথম দিন পারফরম করে পাঁচটি গম্ভীরা দল। দলগুলো হলোÑ মাহবুব-মানীর চাঁপাই গম্ভীরা দল, রাজ্জাক-হিরক’র নবাব গম্ভীরা দল, শিশুশিল্পী অয়ন-মীম’র মহানন্দা শিশু গম্ভীরা দল, খাবির-সাইদুরের লোক গম্ভীরা দল এবং সিরাজুল-হাসেম’র সূর্য দিগন্ত গম্ভীরা দল। দ্বিতীয় দিনে উৎসবের প্রধান অতিথি ছিলেনন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। সমাপনী দিনে গম্ভীরা পরিবেশন করে পাঁচটি দল। দলগুলো হলো কল্লোল-সুমনের আদি গম্ভীরা দল, শাহ্জামাল-মনিরের রসকস গম্ভীরা দল, শীষ মোহাম্মদ-সিতেশ’র চাঁপাই নকশী গম্ভীরা দল, ইসমত-সাবিনা’র প্রভাতী গম্ভীরা দল এবং জাহাঙ্গীর-আজিমের পরিবেশনায় প্রয়াস ফোক থিয়েটার।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন