ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন ও হেলমেটবিহীন মোটরযান চালানো অপরাধে কাপ্তাই ভ্রাম্যমাণ অভিযান করা হয়েছে। বুধবার রাঙ্গামাটির কাপ্তাই রেশমবাগান চেকপোস্টে দুপুর ১২টা হতে ২টা পযন্ত অভিযান পরিচালোনা করা হয়। অভিযান পরিচালোনা করে কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী হাকিম মুনতাসির জাহান। নির্বাহী হাকিম জানান, ধারণ ক্ষমতার অতিরিক্ত ওজন পরিবহন ও অন্যান্য জরুরি কাগজপত্র না থাকার কারণে সড়ক পরিবহন আইনের বিভিন্ন ধারায় ২০ টি মামলায় ৮হাজার ১শ' টাকা জরিমানা আদায় করা হয়।
এসময় কাপ্তাই থানা পুলিশ এবং কাপ্তাই ট্রাফিক বিভাগের পুলিশ সদস্যরা ভ্রাম্যমান আদালতকে সহায়তা করেন।
ছবির ক্যাপশনঃ রেশমবাগান পুলিশ চেকপোস্টে ইউএনও মুনতাসির জাহান ভ্রাম্যমান আদালত ও জরিমানা আদায় করা হয় ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন