বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

বঙ্গবন্ধুর বায়োপিক প্রসঙ্গে যা বললেন প্রধানমন্ত্রী

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৫ সেপ্টেম্বর, ২০২২, ১০:২১ এএম

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘মুজিব: দ্য মেকিং অব আ ন্যাশন’ দেশের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল সিনেমা। বাংলাদেশ ও ভারত দুই দেশের সরকারি প্রযোজনায় নির্মিত হয়েছে বায়োপিকটি। বিখ্যাত কান চলচ্চিত্র উৎসবের বাণিজ্যিক শাখায় সিনেমাটির ট্রেলার উন্মোচন করা হয়। কিন্তু ট্রেলার প্রকাশের পর থেকেই সমালোচনার মুখে পড়ে সিনেমাটি। নানান নেতিবাচক মন্তব্যে সয়লাব হয়ে যায় ফেসবুক। এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বুধবার (১৪ সেপ্টেম্বর) গণভবনে সদ্য সমাপ্ত ভারত সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

সংবাদ সম্মেলনে একজন সাংবাদিক প্রধানমন্ত্রীর কাছে জানতে চান বঙ্গবন্ধুর বায়োপিক ‘মুজিব : দ্য মেকিং অব আ নেশন’ ছবিটির ফাইনাল কপি দেখেছেন কি না? সেই সঙ্গে তিনি জানতে চান ছবিটি কবে মুক্তি পাবে?

জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘‌ট্রেলার প্রকাশের পর ৭ মার্চের ভাষণ নিয়ে কিছু কথা উঠেছে। এক্ষেত্রে আমার যেটা মনে হয়েছে--৭ মার্চের ভাষণে জাতির পিতাকে আমরা যেভাবে দেখেছি, সেটা পর্দায় এভাবে দেখার পর নিতে একটু কষ্ট হচ্ছে। তবে এটাও ভেবে দেখুন, ট্রেলার যদি ভালো না হতো, মানসম্পন্ন না হতো, তাহলে কান চলচ্চিত্র উৎসবে এটা গ্রহণ করত না।’

তিনি বলেন, ‘‘মুজিব : দ্য মেকিং অব আ নেশন’ একটি সিনেমা। এটিকে সিনেমা হিসেবেই দেখতে হবে। অভিনয় করাটা কিন্তু অনেক কষ্টের। একটা চরিত্র করতে গেলে সেই চরিত্র গ্রহণ করা, সেই সেন্টিমেন্ট তৈরি করা অনেক কষ্টের। এখানে আমাদের দেশের যারা অভিনয় করেছেন, তারা অনেক ভালো করেছেন।’

প্রধানমন্ত্রী বলেন, ‘করোনার কারণে দীর্ঘদিন ছবিটির শুটিং বন্ধ ছিলো। অবশেষে শুটিং শেষ করে এখন এডিটিং চলছে। আমরা একটা ভালো সময় ছবিটি দেখানোর চেষ্টা করছি।’

‘মুজিব : দ্য মেকিং অব আ নেশন’ বায়োপিকটি নির্মাণ করছেন ভারতের নির্মাতা শ্যাম বেনেগাল। এতে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ, বঙ্গবন্ধুর স্ত্রী ফজিলাতুন্নেছা মুজিবের চরিত্রে নুসরাত ইমরোজ তিশা, শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া, তাজউদ্দীন আহমদের চরিত্রে রিয়াজ আহমেদ।

এতে আরো অভিনয় করেছেন দিলারা জামান, সিয়াম আহমেদ, জায়েদ খান, খায়রুল আলম সবুজ, ফেরদৌস আহমেদ, দীঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদ, মিশা সওদাগরসহ শতাধিক তারকা শিল্পী।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন