চট্টগ্রামের সীতাকুণ্ড চন্দ্রনাথ ধামের পাহাড়ে র্যাপেলিং এর অনুমতি দেয়া হবেনা। যেহেতু এটি একটি সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান তীর্থস্থান। তাই এখানে পযটন স্পটের মতো কোন কর্মকান্ড করা যাবেনা বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
জানা গেছে, উপমহাদেশের সবচেয়ে বড় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান তীর্থভূমি সীতাকুণ্ড চন্দ্রনাথ ধাম। এখানে প্রতিদিন দেশ বিদেশের অসংখ্য সনাতনী ভক্তের আগমন ঘটে। এছাড়া পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য চন্দ্রনাথ পাহাড়ে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ ছুটে আসেন। সু-উচ্চ পাহাড়ের চূড়া থেকে পশ্চিমে বঙ্গোপসাগরের সন্দ্বীপ চ্যানেলের নীল জলরাশি ভ্রমন পিপাসুদের আকৃষ্ট করে। এ কারণে তীর্থ যাত্রীদের পাশাপাশি সমানতালে পর্যটকদের আগমন ঘটে। তবে এখানে বিভিন্ন সময়ে আসা পযটকরা এ তীর্থের ভাবমূর্তি ক্ষুন্ন করে নানান বিতর্কিতের জন্ম দেয়। একটি ট্যুর গ্রুপের পক্ষ থেকে এখানে আরো বড় ধরণের একটি র্যাপেলিং কর্মসূচীর আয়োজন করা হয়। যা ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হওয়ার কথা ছিলো। তাই আয়োজকরা নানান প্রচারণা শুরু করেন। আর এ গ্রুপটি উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি আবেদনও করেন। এবিষয়ে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহাদাত হোসেন বলেন, সনাতন ধর্মাবলম্বীদের একটি প্রধান তীর্থ স্থান হচ্ছে চন্দ্রনাথ ধাম । এখানে কোন আয়োজনের মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাত আসুক তা আমরা চাইনা কখনো। তাই এখানে র্যাফেলিং করতে আমি অনুমতি দিইনি।অপর দিকে সীতাকুণ্ড মডেল থানার ওসি মোঃ আবুল কালাম আজাদ বলেন, চন্দ্রনাথে কোনরকম র্যাপেলিং করতে দেয়া হবে না। তিনি বলেন, তীর্থ ভূমিতে এ ধরণের চেষ্টাও যদি কেউ করেন সাথে সাথে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।আমরা ইতিমধ্যে চন্দ্রনাথ ধামে পুলিশি টহল জোরদার করেছি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন