নারগিস ফাখরি এখন তার হলিউডে অভিষেক চলচ্চিত্র ‘ফাইভ ওয়েডিংস’-এর শুটিংয়ে অংশ নিচ্ছেন। নম্রতা গুজরালের চলচ্চিত্রটিতে আরো অভিনয় করছেন বলিউডের রাজকুমার রাও এবং হলিউডের বো ডেরেক আর ক্যান্ডি ক্লার্ক। চলচ্চিত্রটিতে শুটিংয়ে অংশ নেয়াকালে অভিনয়শিল্পীরা সরাসরি পাঞ্জাবে সংস্কৃতির সঙ্গে পরিচিত হয়েছেন।
আরো কিছু সহশিল্পীর সঙ্গে নারগিস একটি শিখ গুরুদুয়ারাতে শিখ বিয়েতে উপস্থিত ছিলেন কারণ এখানেই তাদের ফিল্মটির শুটিং হচ্ছিল। শুটিং শেষ তারা শিখ ধর্মাবলম্বীদের কাছে লঙ্গর বলে পরিচিত খাবারের অনুষ্ঠানেও অংশ নেন।
‘ফাইভ ওয়েডিংস’ চলচ্চিত্রটিতে নারগিস এক ভারতীয় তরুণীর ভূমিকায় অভিনয় করছে যে মার্কিন যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেছেন। ভারতীয় বিয়ে নিয়ে একটি মার্কিন সাময়িকীতে প্রতিবেদন লেখার জন্য তাকে ভারতে আসতে হয়। কিন্তু তার এই সহজ-সরল দায়িত্ব পালন জটিল হয়ে পড়ে যখন রাজকুমার রাও রূপায়িত এক খেয়ালি পুলিশ অফিসারের পাল্লায় পড়ে সে। তাকে এক গুপ্তচর হিসেবে চিহ্নিত করা হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন