শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

বিটিভিতে বিজয় দিবসের অনুষ্ঠান সুবর্ণ উচ্চারণ

| প্রকাশের সময় : ৭ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : বিজয় দিবস উপলক্ষে বিটিভিতে প্রচার হবে আলেখ্যানুষ্ঠান সুবর্ণ উচ্চারণ-এর বিশেষ পর্ব। এবারের পর্ব সাজানো হয়েছে আমাদের মুক্তিযুদ্ধ ও বিজয় দিবসের নানা আয়োজন নিয়ে। এতে সংযোজন করা হয়েছে মুক্তিযুদ্ধের ১৪টি কবিতা। মুক্তিযুদ্ধ ও দেশ নিয়ে রচিত ১৪ জন বিশিষ্ট কবির কবিতা আবৃত্তি করবেন দেশের প্রথমসারির ১৪ জন আবৃত্তিকার। আবৃত্তিকারদের মধ্যে রয়েছেনÑগোলাম সারোয়ার, এনামুল হক বাবু, একেএম শামসুদ্দোহা, ডেইজি, তমাল, মাসুম আজিজুল বাশার, সুমি প্রমুখ। দেশের প্রাচীন আবৃত্তি সংগঠন ‘সংবৃতা’র সভাপতি একেএম শামসুদ্দোহা জানান, মুক্তিযুদ্ধের কবিতা নিয়ে বিটিভি’র এ আয়োজন প্রশংসনীয়। আমরা চেষ্টা করেছি, আমাদের দেশমাতৃকা নিয়ে রচিত কবিতাগুলো এ প্রজন্মের কাছে বলিষ্ঠভাবে তুলে ধরতে। এতে নতুন প্রজন্ম আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস ও স্বাধীনতার অন্তর্নিহিত তাৎপর্য উপলব্ধি করতে পারবেন। বিটিভিকে ধন্যবাদ এ ধরনের একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মাহফুজা আক্তার।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন