শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

মেয়ের জন্য দোয়া চেয়েছেন আসিফ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৭ সেপ্টেম্বর, ২০২২, ২:৩১ পিএম

চার মাস আগে দত্তকসূত্রে কন্যা সন্তানের বাবা হয়েছেন বাংলাদেশের অডিও গানের যুবরাজখ্যাত গায়ক আসিফ আকবর। মেয়ের নাম রেখেছেন আইদাহ্ আসিফ রঙ্গন। মেয়ের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন এই শিল্পী।

সোশ্যাল মিডিয়ায় মেয়ের সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করে আসিফ লিখেছেন, ‘আমার হাসিখুশি মেয়ে আইদাহ্ আসিফ রঙ্গন। বিপদসঙ্কুল বন্ধুর পথ পরিভ্রমণের সমস্ত কষ্ট ভুলে ওর জন্যই আরও কিছুদিন বাঁচতে খুব ইচ্ছে করে। সবার কাছে আমার ছোট্ট মেয়েটার জন্য অনেক দোয়া চাই।’

ফেসবুকে তিনি আরও লেখেন, পঞ্চাশ বছরের যাপিত জীবনে শ্রেষ্ঠ উপলদ্ধি-মেয়ের বাবা হওয়ার সৌভাগ্য অর্জন করা আসলেই একটা অতিলৌকিক বীরত্ব। আল্লাহু আকবার। ভালোবাসা অবিরাম।

বাবা-মেয়ের সেই ছবির নিচে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। তারা ছোট্ট রঙ্গনের জন্য দোয়া ও ভালোবাসা জানিয়েছেন। তার সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Mohammad Delowar Hossain ১৮ সেপ্টেম্বর, ২০২২, ৯:০২ পিএম says : 0
আম্মাজানের জন্য দোয়া ও ভালোবাসা অভিরাম
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন