সিলেট যুবদলের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মকসুদ আহমদের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এই যুবদলের ত্যাগী এই নেতাকে পুলিশ ৫ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করলে আদালত মঞ্জুর করেন ১ দিন। নাশকতার একটি মামলায় গত বুধবার নিজ বাড়ি দক্ষিণ সুরমার মোল্লার গাঁও থেকে গ্রেফতার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) একটি দল।
আজ সোমবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে সিলেট মূখ্য মহানগর হাকিম আদালতের বিচারক আবদুল মোমেন প্রদান করেন রিমান্ডের এ আদেশ।
বিষয়টি নিশ্চিত করেছেন এসএমপির কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ।
এর আগে গত বুধবার (১৪ সেপ্টেম্বর) মকসুদ আহমদকে দক্ষিণ সুরমার মোল্লারগাঁওস্থ তার নিজ বাড়ি থেকে গত বুধবার ভোররাতে গ্রেফতার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-এর একটি টিম। পরে ওইদিন বিকালে কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হলে তাকে কারাগারে পাঠান আদালত। গত ১০ সেপ্টেম্বর মকসুদ আহমদ জেলা যুবদলের কাউন্সিলে নির্বাচিত হন সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন