বিনোদন ডেস্ক : গত জুনে ইউটিউবে প্রকাশ করা হয়েছিল সঙ্গীতশিল্পী মিনারের ‘ঝুম’ শিরোনামের একটি গান। গত কয়েক মাসে গানটি অনেকটা নীরবে শ্রোতাদের মাঝে ঝড় তোলে। ৭০ লাখেরও বেশি মানুষ গানটি ইউটিউবে দেখেছে। মিনারের লেখা, সুর ও গাওয়া গানটির মিউজিক ভিডিও পরিচালনা করেছেন তানিম রহমান অংশু। এতে মডেল হয়েছেন আশফাক রানা এবং মৌসুম। গানটির সংগীতায়োজন করেছেন সাজিদ সরকার এবং এতে গিটার বাজিয়েছেন শাইক সালেকিন। গানটি প্রযোজনা করেছে গানচিল মিউজিক।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন