রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

জাপোরোজিয়ায় বিদেশী ভাড়াটেসহ ১৫০ সেনা হারিয়েছে কিয়েভ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ সেপ্টেম্বর, ২০২২, ৬:৫৮ পিএম

রাশিয়ান অ্যারোস্পেস ফোর্সের সার্জিক্যাল স্ট্রাইকের ফলে ২৪ ঘন্টার মধ্যে জাপোরোজিয়োঅঞ্চলে ১৫০ জনেরও বেশি সামরিক কর্মীকে হারিয়েছে ইউক্রেন।

তাদের মধ্যে ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর দুটি ইউনিট ও একটি বিদেশী সৈন্যদলে সদস্য রয়েছে। রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র লেফটেন্যান্ট-জেনারেল ইগর কোনাশেনকভ বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন।

‘রাশিয়ান মহাকাশ বাহিনীর উচ্চ-নির্ভুল অস্ত্রগুলি জাপোরোজিয়ে শহরের কাছে ৬৫ তম মোটরচালিত পদাতিক ব্রিগেড, ১৯তম এসকর্ট ব্যাটালিয়ন এবং বিদেশী সৈন্যবাহিনীর ভাড়াটেদের অস্থায়ী মোতায়েন পয়েন্টগুলিকে আঘাত করেছে৷ ইউক্রেনের সশস্ত্র বাহিনী অনেক ক্ষতির সম্মুখীন হয়েছে এবং ১৫০ সেনা ও ১৯টি সামরিক সরঞ্জাম হারিয়েছে,’ তিনি রিপোর্ট করেছেন।

রাশিয়ার প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ এর আগে সাংবাদিকদের বলেছিলেন যে, আংশিক সংহতি ঘোষণা করার পরে রাশিয়ার বিশেষ সামরিক অভিযানের অবস্থা অপরিবর্তিত রয়েছে। সূত্র: তাস।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন