বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

যুক্তরাষ্ট্র একটি ‘নিষেধাজ্ঞা’ পরাশক্তি: চীন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৬ সেপ্টেম্বর, ২০২২, ৭:৫৫ পিএম

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন পিন আজ (সোমবার) নিয়মিত এক সাংবাদিক সম্মেলনে বলেছেন, পরিসংখ্যান অনুযায়ী, ২০০০ থেকে ২০২১ সাল পর্যন্ত নানা দেশের উপর যুক্তরাষ্ট্রের অবরোধ আরোপ ৯৩৩ শতাংশ বেড়েছে।

তিনি বলেন, এ পর্যন্ত যুক্তরাষ্ট্র বিশ্বের প্রায় ৪০টি দেশের উপর অর্থনৈতিক অবরোধ আরোপ করেছে এবং বিশ্বের অর্ধেক লোকসংখ্যা প্রভাবিত হয়েছে। তাতে গুরুতর মানবিক সংকট সৃষ্টি হয়েছে।

তিনি আরও বলেন, আগের মার্কিন সরকার মোট ৩৯০০টি অবরোধ আরোপ করেছে, যা গড়ে প্রতিদিন তিনটি। মার্কিন তথ্য-মাধ্যমের মতে, নিষেধাজ্ঞা প্রয়োগ এখন মার্কিন বৈদেশিক নীতির প্রধান অস্ত্রে পরিণত হয়েছে।

ওয়াং ওয়েন পিন বলেন, বর্তমানে যুক্তরাষ্ট্র গেল ৪০ বছরে সবচেয়ে খারাপ মুদ্রাস্ফীতির অভিজ্ঞতা সহ্য করছে। বিশ্বায়নের সময়ে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত গ্রহণকারীদের চিন্তা করা উচিত যে একতরফাভাবে অবরোধ মানে নিজের ক্ষতি করা। তাই অন্যদের এবং নিজের স্বার্থের ক্ষতি করে এমন আচরণ বন্ধ করা উচিত। সূত্র: সিআরআই।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন