বিনোদন ডেস্ক : আজ সারাদেশে মুক্তি পাচ্ছে সফিক হাসান পরিচালিত সিনেমা ‘ধূমকেতু’। ঢাকার যমুনা ফিউচার পার্কের বøকবাস্টার্স, বলাকা, মধুমতি, পূর্ণিমা, অভিসার, রাজমনিসহ ১৫০টির বেশী সিনেমা হলে মুক্তি পাচ্ছে ‘ধূমকেতু’। কাহিনী, চিত্রনাট্য, সংলাপ লিখেছেন মুনির রেজা। এতে অভিনয় করেছেন শাকিব, পরিমণী, অমিত হাসান, আলীরাজ, দিতি, শিবা, সানু সহ আরো অনেকে। সংগীত পরিচালনা করেছেন আহম্মেদ হুমায়ূন। গেয়েছেন কুমার বিশ্বজিৎ, কনা, ইমরান, খেয়া, কিশোর, পুলক ও আহম্মেদ হুমায়ূন। ইমরান ও খেয়া গাওয়া ‘চুপি চুপি মন’ ও শাকিব খান ও পরীমনির লিপে গানটি ইতোমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। সিনেমাটির বেশিরভাগ শূটিং হয়েছে চট্টগ্রামে। পরিচালক মনে করছেন, স্বপরিবার দেখার মত একটি সামাজিক সিনেমা এটি। তার মতে নকল এবং মানহীন সিনেমার ভিড়ে ‘ধূমকেতু’-এর মত মৌলিক কাহিনী দর্শক গ্রহণ করবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন