বিনোদন ডেস্ক : প্রতিষ্ঠার ২৫ বছরপূর্তি উপলক্ষে কনসার্টের আয়োজন করতে যাচ্ছে দেশের অন্যতম জনপ্রিয় রক ব্যান্ড এলআরবি। আগামী ২০ ডিসেম্বর বিকাল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত বসুন্ধরার নবরাত্রি হল-৪-এ কনসার্টটি অনুষ্ঠিত হবে। রজতজয়ন্তী কনসার্টটির টাইটেল স্পন্সর দেশের বৃহত্তম স্থানীয় ও আন্তর্জাতিক গানের লাইব্রেরি রবি ইয়ন্ডার মিউজিক অ্যাপ। সম্প্রতি রবি কর্পোরেট অফিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়া হয়। পাওয়ার্ড বাই ‘অল টাইম হেলদি লাইফ’ কনসার্টটির কো-স্পন্সর হিসেবে থাকছে পেপসি, অ্যাকুয়াফিনা ও বাংলা শপারস ডটকম। অনলাইনে টিকেট কাটার জন্য টিকেটচাই ডটকম এবং ঢাকায় অবস্থিত স্বপ্নœ সুপার স্টোরগুলো থেকে সরাসরি টিকেট কিনতে পারবেন এলআরবির ভক্তরা। কনসার্টটির আয়োজক উইজার্ড শোবিজ। রবি-ইয়ন্ডার মিউজিক অ্যাপ ব্যবহারকারীদের জন্য বিনামূল্যে টিকেট পাওয়ার সুযোগ এনেছে রবি। এজন্য তাদের শুধু শুনতে হবে রবি-ইয়ন্ডার মিউজিক অ্যাপের ‘এলআরবি টার্নস টোয়েন্টিফাইভ’ প্লেরিস্টের গানগুলো। ওই প্লেলিস্ট থেকে কমপক্ষে ৫টি গান শোনা প্রথম ২শ’ জন শ্রোতা তার প্রিয়জনকে সাথে নিয়ে কনসার্টটি উপভোগের জন্য পাবেন ২টি করে টিকেট। প্লেলিস্টটি পেতে রবি গ্রাহকদের অ্যাপটির অথরিটি সেকশনে যেতে হবে বা *১২৩*৯# ডায়াল করতে হবে। সংবাদ সম্মেলনে রক লিজেন্ড এবং এলআরবির লিড ভোকাল অ্যান্ড গিটারিস্ট আইয়ুব বাচ্চু, বেস গিটারিস্ট স্বপন, গিটারিস্ট মাসুদ, ড্রামার রোমেল ও ম্যানেজার শামীম উপস্থিত ছিলেন। এছাড়া উপস্থিত ছিলেন রবির বিজনেস অপারশনসের ভাইস প্রেসিডেন্ট মো. মাহবুবুল আলম ভূূঁইয়া, কমিউনিকেশনস অ্যান্ড কর্পোরেট রেসপন্সিবিলিটির ভাইস প্রেসিডেন্ট ইকরাম কবীর ও ইয়ন্ডার মিউজিক বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ইমরুল করিম। সাংবাদিকদের সামনে কনসার্টটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন রবি ও ইয়ন্ডার মিউজিকের কর্মকর্তারা। অন্যদিকে ২৫ বছরের পথচলায় নানা স্মরণীয় মুহূর্তগুলো তুলে ধরেন আইয়ুব বাচ্চু। গত ২৫ বছর ধরে দেশের ঘরে ঘরে তরুণদের কাছে এক অবিস্মরণীয় নাম এলআরবি। কারণ ‘চল বদলে যাই’, ‘ঘুমন্ত শহরে’, ‘রূপালি গিটার’, ‘ঘুম ভাঙ্গা শহরে’, ‘মাধবী’, ‘এখন অনেক রাত’, ‘হাসতে দেখ’ গানগুলোর হাত ধরেই যে বাংলাদেশে রক মিউজিকের যাত্রা শুরু। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, লন্ডন, নিউইয়র্ক, রোম বা সিডনি বিশ্বের যে প্রান্তেই থাকুক না কেন তিনি যদি বাংলাদেশী হয়ে থাকেন তবে তাকে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে উজ্জীবিত করবে এই গানগুলো। এলআরবির ঐতিহাসিক রজতজয়ন্তী কনসার্ট আয়োজন করার মাধ্যমে হাজারো শ্রোতার পাশাপাশি সেরা বাংলা ব্যান্ড গানগুলোকে অভিবাদন জানালো রবি। ২৫ বছরেরও বেশি সময় ধরে আইয়ুব বাচ্চু ও এলআরবি বাংলাদেশ এবং বিদেশে তার লাখো লাখো ভক্তদের বিনোদন দিয়ে আসছেন। এ বছর এলআরবির যাত্রার ২৫ পূর্ণ হল। বাংলাদেশের ব্যান্ড সঙ্গীতের ইতিহাসে এলআরবি এখন একটি কিংবদন্তী নাম। বৈপ্লবিক কিছু সৃষ্টির আগ্রহ নিয়ে এলআরবি ১৯৯২ সালে তাদের প্রথম অ্যালবাম প্রকাশ করে। বাংলাদেশের সঙ্গীতের ইতিহাসে এই যুগল অ্যালবামটি সেই সময় সঙ্গীত জগতে সম্পূর্ণ নতুন একটি ধারণার জন্ম দিয়েছিল।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন