শেখর সুমন একসময় ‘মুভার্স অ্যান্ড শেকার্স’ নামে একটি লেট নাইট টক শো সঞ্চালনা করে ব্যাপক পরিচিতি পেয়েছিলেন। এবার তিনি ফিরছেন ‘সাকসেস স্টোরিজ’ নামে একটি চ্যাট শো উপস্থাপনার মাধ্যমে।
‘সাকসেস স্টোরিজ’ প্রযোজনা করছে ওয়াটার এন্টারটেইনমেন্টের গুরুদেব আনেজা এবং পরিচালনা করবেন বরুণ মিদ্ধা। আগামী বছর জানুয়ারিতে জি বিজনেস চ্যানেলে অনুষ্ঠানটির প্রিমিয়ার হবে।
মিদ্ধা বলেন : “কোনো ধরনের অভিজ্ঞতা বা পৃষ্ঠপোষকতা ছাড়াই নিজেদের মেধা দিয়ে যারা নিজেদের ক্ষেত্রে ব্যাপক সাফল্য পেয়েছি তাদের নিয়ে এটি একটি ভিন্নধর্মী অনুষ্ঠান।
“শেখর তাদের সঙ্গে তাদের আনন্দ, বেদনা এবং অভিজ্ঞতা নিয়ে কথা বলবেন আর শ্রোতারা তাদের সাফল্যের কাহিনী থেকে অনেক কিছু শিখতে পারবে এবং অনুপ্রেরণা পাবে।
“চলচ্চিত্র, রিয়েল এস্টেট এবং শিক্ষার মতো ক্ষেত্র থেকে অতিথিদের আমন্ত্রণ জানানো হবে।”
তিনি জানান, সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন প্রধান পাহলাজ নিহালনি, পরিচালক ডেভিড ধাওয়ান এবং অভিনেতা সোনু সুদ এরই মধ্যে অনুষ্ঠানটির জন্য শুটিংয়ে অংশ নিয়েছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন