বিনোদন ডেস্ক : প্রতিষ্ঠার ২০ বছর পূর্তি উপলক্ষে এবার ঢাকায় ৫ দিনের নাট্য উৎসব আয়োজন করতে যাচ্ছে দেশের অন্যতম নাট্যসংগঠন মণিপুরি থিয়েটার। নিজেদের ৫টি নাটক নিয়ে এই উৎসব শুরু হবে ২৪ ডিসেম্বর। চলবে ২৮ ডিসেম্বর পর্যন্ত। অঙ্গে রঙ্গে কথায় ছন্দে জাগো-¯ে¬াগান নিয়ে এবারের উৎসবে মণিপুরি থিয়েটার মঞ্চস্থ করবে তাদের আলোচিত ৫টি নাট্যপ্রযোজনা। সেগুনবাগিচার জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে উৎসবের উদ্বোধনী সন্ধ্যায় মঞ্চস্থ হবে লেইমা। ২৫ ডিসেম্বর স্টুডিও থিয়েটার হলে মঞ্চস্থ হবে ইঙাল আঁধার পালা। ২৬ ডিসেম্বর একই মিলনায়তনে মঞ্চস্থ হবে শ্রী কৃষ্ণ কীর্তন। নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে ২৭ ডিসেম্বর মঞ্চস্থ হবে দেবতার গ্রাস। সমাপণী সন্ধ্যায় মঞ্চস্থ হবে কহে বীরাঙ্গনা। এছাড়া মণিপুরি মৃদঙ্গ, মণিপুরি নাচসহ বিভিন্ন পরিবেশনা থাকবে উৎসবে। উল্লেখ্য, চলতি বছরের ২৬ সেপ্টেম্বর প্রতিষ্ঠার ২০ বছর পূর্ণ করেছে মণিপুরি থিয়েটার। এ উপলক্ষে গত নভেম্বরে মৌলভীবাজারের কমলগঞ্জ থানার ঘোড়ামারা গ্রামে মাসব্যাপি নাট্যমেলা আয়োজন করেছিল দলটি। সেখানে ঢাকার প্রথম সারির ৬টি নাট্যদল নাটক মঞ্চস্থ করেছে। এবার নিজেদের ৫টি নাটক নিয়ে ঢাকায় উৎসব আয়োজন করেছে মণিপুরি থিয়েটার।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন