শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

অরক্ষিত শিমুলিয়া ঘাটে বাড়ছে অপরাধ

এম এ কাইয়ুম, পদ্মা সেতু উত্তর (মুন্সীগঞ্জ) সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ অক্টোবর, ২০২২, ১২:০২ এএম

নিরাপত্তাহীনতার অভাবে জুয়াড়ি ও বখাটেদের অভয়াশ্রম পদ্মা উত্তর থানার শিমুলিয়া ঘাট। আইনশৃঙ্খলা বাহিনীর তেমন কোন তৎপরতা না থাকায় ঘুরতে আসা দর্শনার্থীরা পড়ছে বিপাকে। স্বপ্নের পদ্মা সেতু চালু উদ্ধোধনের পর থেকেই শিমুলিয়া ঘাটে ফেরি চলাচল বন্ধ হয়ে গেছে। এরপর থেকেই শিমুলিয়া ঘাটে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা কমে গেছে। এ সুযোগে ঘাট হয়ে উঠেছে জুয়াড়ি ও বখাটেদের অভয়াশ্রম।

ঘুরতে আসা দর্শনার্থী ও স্থানীয়দের অভিযোগ, পদ্মা সেতু উত্তর থানা পুলিশ, বিআইডবিøউটিএ, নৌ-পুলিশ কেউ মূলত ঘাটের নিরাপত্তার দায়িত্বে নেই। এ কারণে অরক্ষিত অবস্থায় শিমুলিয়া ঘাট। বাড়ছে সব অন্যায় অপকর্ম। স্থানীয়রা জানান, পদ্মা সেতু দেখতে দেশের বিভিন্ন প্রান্তের মানুষ ছুটে আসেন শিমুলিয়া ঘাটে। এখানে রেস্তোরাঁয় ইলিশ ভাজা খেতে আসেন তারা। এখানে হারিকেনের ফিতার সাহায্যে জুয়া খেলা চালায় স্থানীয় বখাটেরা। ঘাটে এসে দর্শনার্থী তরুণেরা জুয়াড়িদের পাল্লায় পড়ে জুয়া শুরু করেন। সর্বশান্ত হয়ে ফিরে যান তারা। কেউ জিতলেও কলাকৌশলে তার টাকা রেখে দেয় জুয়াড়িরা। টাকা না থাকলে মুঠোফোন কিংবা সোনার চেইন হাতিয়ে নেয়া হয়। কেউ প্রতিবাদ করলে তাকে মারধর ও অপদস্ত হতে হয়। গত রোববার সকালে মাদারীপুর থেকে ঘুরতে আসা এক যুবক জুয়া খেলায় তার শখের মোটরসাইকেল খুইয়ে যায় জুয়াড়িদের কাছে।

একই দিন শিমুলিয়া ঘাটের যাত্রী ছাউনিতে স্থানীয় সাংবাদিক মিজানুর রহমান ঝিলু জুয়া খেলার ছবি তুলতে গেলে তার ক্যামেরা কেড়ে নেয় জুয়াড়িরা। ৮-১০ জন জুয়াড়ি দলবদ্ধভাবে তাকে বেধড়ক মারধর করে এবং প্রাণে মেরে তার লাশ পদ্মা নদীতে ফেলার হুমকি দেয়।

ঘাটের বিভিন্ন ব্যবসায়ীরা জানান, শিমুলিয়া ঘাটে জুয়া খেলা পরিচালনার মূল হোতা সুমন মাদবর ও শামীম মাদবর। সুমন উপজেলার কুমারভোগ গ্রামের মতি মাদবরের ছেলে। আর শামীম একই গ্রামের হাসেম আলী মাদবরের ছেলে। ঘাট যখন সচল ছিল তখন সুমন যাত্রীদের টাকাপয়সা ও মোবাইল ফোন ছিনতাই করত। ট্রাফিক পুলিশ সুমনের কাছ থেকে বেশ কয়েকবার যাত্রীদের ছিনতাই হওয়া টাকাপয়সা ও মোবাইল ফোন উদ্ধার করে।

শিমুলিয়া ঘাটের একজন রেস্তোরাঁ ব্যবসায়ী বলেন, ঘাটের আনাচে-কানাচে মাদকের ব্যবসা হচ্ছে। প্রকাশ্যে জুয়া চলছে। দর্শনার্থীদের হয়রানি করা হচ্ছে। এসব দেখভালের জন্য কোন নিরাপত্তা কর্মী নেই। এমন ভাবে চলতে থাকলে ঘাটে যে কয়জন দর্শনার্থী আসেন তারাও আসা বন্ধ করে দেবেন। এতে পুরোপুরি ব্যবসা বন্ধ হয়ে যাবে এ ঘাটের। এ বিষয়ে দ্রæত প্রশাসনের পদক্ষেপ নেয়া দরকার।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
hassan ১৪ অক্টোবর, ২০২২, ১২:১২ পিএম says : 0
দেশে আল্লাহর আইন থাকলে সব সময় শান্তি বিরাজ করত যখন মুসলিমরা সংখ্যায় অল্প ছিল তারা বিশ্বের অর্ধেক দুনিয়া আল্লাহর আইন থাকলে সব সময় শান্তি বিরাজ করত যখন মুসলিমরা সংখ্যায় অল্প ছিল বিশ্বের অর্ধেক মুসলিম গ্রহণ করেছিল সেখানে ছিল শুধু শান্তি আর শান্তি আজকে দেশ চালায় সন্ত্রাসীরা যারা গুম করে ঠান্ডা মাথায় মানুষকে হত্যা করে প্রতিদিন প্রতি কোটি টাকা চাঁদাবাজি করে টেন্ডারবাজি করে ঘুষ খায় দেশের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করে সে দেশে কিভাবে শান্তি বিরাজ করবে??????????????
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন