শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

শিমুলিয়ায় যাত্রীদের প্রচণ্ড চাপ

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৯ এপ্রিল, ২০২২, ২:১৩ পিএম

ঈদে ঘরমুখো যাত্রীদের প্রচণ্ড চাপ পড়েছে মুন্সিগঞ্জের শিমুলিয়া ফেরিঘাটে। শুক্রবার ভোর থেকে যাত্রী ও যানবাহনের সংখ্যা বেড়ে যাওয়ায় ঘাট এলাকায় পা ফেলার জায়গা নেই। সকাল থেকে ফেরিতে শুধু মোটরসাইকেল পারাপার করা হচ্ছে বলে জানিয়েছে ঘাট কর্তৃপক্ষ।

ঘাট কর্তৃপক্ষ ও স্থানীয়রা জানায়, পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে গতকাল বৃহস্পতিবার থেকে মানুষ গ্রামের বাড়ি যাচ্ছে। গতকাল সেহরির পর থেকে বিকেল পর্যন্ত ঘাটে যাত্রী ও যানবাহনের চাপ কিছুটা থাকলেও সন্ধ্যার পর থেকে চাপ বেড়ে যায়। শুক্রবার সকালে পুরো ঘাট যাত্রী, যানবাহন ও মোটরসাইকেলের চাপে অনেকটাই নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) ফয়সাল আহম্মেদ বলেন, ঘাটের অবস্থা খুব খারাপ। যাত্রী ও যানবাহনের প্রচণ্ড চাপ। ঘাটের পার্কিংয়ের মাঠ গাড়িতে সম্পূর্ণ ভরা, সংযোগ সড়কেও একই অবস্থা। সড়কে গাড়ির সারি। সব মিলিয়ে আট শতাধিক গাড়ি এ পথে পদ্মা পারাপারের অপেক্ষায় আছে। সেই সঙ্গে তিন থেকে চার হাজার মোটরসাইকেল আছে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন