ভাই নিকের ইয়েলো ভ্যান থেকে ভিয়েতনামিজ খাবার বিক্রির এক খন্ডকালীন কাজ করছেন সুপারমডেল কেইট মস।
আসলে তিনি তার ভাইটিকে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটির মসলাদার পর্ক, কাফফির চিকেন ধীরে রান্না করা লেমনগ্রাস বিফের মত খাবার বিক্রিতে সাহায্য করছেন। এই ভ্যানটি থেকে খাবার বিক্রি করা হয় পূর্ব লন্ডনের ব্রিক লেইন এলাকায়।
এক সূত্র বলেছে, “কেইটকে সবচেয়ে গø্যামারাস সাজে দেখা যায়। ব্রিক লেইনের প্রায় এক মাইলে তিনি খাবার সরবরাহ করে থাকেন।” তবে ক্যাটওয়াকে তিনি যেমন গø্যামারাস সাজে থাকেন তার থেকে এই বেশভ‚ষা বেশ অন্য ধরনের। অনেকে শুধু তাকে দেখতে ভিড় জমাচ্ছে আবার বেশি মানুষই খাবার কিনে খাচ্ছে। অনেকে তার সঙ্গে লন্ডনের বোলে কথা বলে খুব মজা পাচ্ছে।
সূত্র আরো বলেছে, “তার মাঝে কোনো রকম ভণিতা নেই। ক্রেতাদের তিনি নির্দ্বিধায় খাবার সরবরাহ করে যাচ্ছেন। সবার সঙ্গে তার সম্পর্ক বেশ উষ্ণ এক সময় তিনি গলা চড়িয়ে ক্রেতা আকর্ষণ করেন। তিনি সাধারণ মানুষের সঙ্গে খুবই সাবলীল।”
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন