গুজব রটেছে অভিনেত্রী কাজল ধানুশের আগামী ফিল্ম ‘ভেলাই ইল্লা পট্টধারী টু’তে (‘ভিআইপি টু’) অভিনয় করবেন। গুজব তেকে আরও জানা গেছে এই চলচ্চিত্রটির জন্য কাজলকে ৪ কোটি রুপি সম্মানীর প্রস্তাব দেয়া হয়েছে।
নায়িকা নয় কাজলকে নাকি একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয়ের প্রস্তাব দেয়া হয়েছে। চরিত্রটির স্বরূপ বা কাজল তাতে কাজল করার জন্য সায় দিয়েছেন কি দেননি তা জানা যায়নি।
যদি সব সত্যি হয় তাহলে ৪৩ বছর বয়সী অভিনেত্রীটিকে ১৯ বছর পর তামিল চলচ্চিত্রে দেখা যাবে। তিনি কলিউড বলে খ্যাত তামিল চলচ্চিত্র জগতে শেষ কাজ করেছেন১৯৯৭ সালে মুক্তি পাওয়া ‘মিনসারা কানাভু’ চলচ্চিত্রে। এতে তার সঙ্গে অভিনয়ে ছিলেন প্রভু দেবা এবং অরবিন্দ স্বামী।
সৌন্দরিয়া রজনীকান্ত’র পরিচালনায় নির্মিতব্য ‘ভিআইপি টু’ চলচ্চিত্রটিতে ধানুশ আবার রঘুবরণের ভূমিকায় অভিনয় করবেন। চলচ্চিত্রটি প্রযোজনা করবেন কালাইপুলি এস থানু। অচিরেই শুটিং শুরু হবে। জানা গেছে অমলা পাল এবং সামুথিরাকানি তাদের ভূমিকায় আবার অভিনয় করবেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন