শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

এবার সিলেটে সব ধরনের পরিবহন ধর্মঘট

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৮ নভেম্বর, ২০২২, ৯:৫৬ এএম

সিলেট জেলায় সব ধরনের পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবারে বিকেলে জেলায় সব ধরনের পরিবহন ধর্মঘটের ডাক দেয় জেলা পরিবহন শ্রমিক ঐক্য পরিষদ। এর আগে দুপুরে হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলায় বাস ধর্মঘট ডাকা হয়। বিকেলে নগরের দক্ষিণ সুরমার হুমায়ূন রশীদ চত্বর এলাকায় শ্রমিক সংগঠনের নেতারা বৈঠকে বসেন।

বৈঠকে ধর্মঘট ডাকার বিষয়ে সিদ্ধান্ত হয়। সব ধরনের পরিবহন ধর্মঘটের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি মইনুল ইসলাম। তিনি বলেন, আমরা চার দফা দাবিতে ধর্মঘট ডেকেছি। শনিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ ধর্মঘট চলবে। তিনি বলেন, শনিবার সিলেটে মাইক্রোবাস, অটোরিকশাসহ সব ধরনের যানবাহন বন্ধ থাকবে।

সিলেটের সব কয়টি পাথর কোয়ারি থেকে পাথর উত্তোলনের অনুমতি, সিএনজিচালিত অটোরিকশার নতুন রেজিস্ট্রেশন প্রদান, সিলেটের লামাকাজী ও শ্যাওলা সেতুতে টোল আদায় বন্ধ, হাইওয়েতে টমটম ও নসিমন চলাচল বন্ধ করার দাবিতে এই ধর্মঘট ডাকা হয়েছে। তবে বিএনপির দাবি, গণসমাবেশে লোকসমাগম বাধাগ্রস্ত করতে এই কর্মসূচি।

গতকাল বুধবার সিলেট জেলায় শনিবার এক দিনের এবং মৌলভীবাজার জেলায় শুক্র ও শনিবার দুই দিনের পরিবহন ধর্মঘট ডাকে সড়ক পরিবহন মালিক সমিতি।

সিলেটে বিএনপির বিভাগীয় গণসমাবেশ আগামী ১৯ নভেম্বর (শনিবার)। পরিবহন ধর্মঘটের বিষয়ে সিলেট মহানগর বিএনপির সদস্যসচিব মিফতাহ্ সিদ্দিকী বলেন, ‘আমরা মনে করেছিলাম তাদের শুভবুদ্ধির উদয় হবে। এটা পরিবহন ধর্মঘট নয়, সরকারি ধর্মঘট। আমরা প্রস্তুত যেকোনো পরিস্থিতির জন্য। আমাদের নেতাকর্মী এসব প্রতিবন্ধকতা পার হয়ে ১৯ নভেম্বরের গণসমাবেশ সফল করবে। কারণ তারা মুক্তিগামী নেতাকর্মী। হেঁটে, সাইকেলে যেভাবেই হোক তারা এসে পৌঁছবে।’

এর আগে খুলনা, বরিশাল, রংপুর, ফরিদপুরে বিএনপির মহাসমাবেশে থ্রিহুইলার বন্ধের দাবিতে বাস ধর্মঘট ডেকেছিল স্থানীয় মালিক সমিতি।
বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে, সরকার বিএনপির সমাবেশে লোকসমাগম ঠেকাতে কৌশলে মালিক সমিতিকে দিয়ে পরিবহন ধর্মঘট করাচ্ছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন