আজ সকাল সাড়ে ৫ টায় পটুয়াখাীর কলাপাড়া বাসস্ট্যান্ডে পটুয়াখালী-পাবনা রুটে চলাচলকারী বিআরটিসি বাস থেকে পরিত্যাক্ত অবস্থায় ৪৮ পিস সন্ধি কাছিম উদ্ধার করেছেন পটুয়াখালী বনবিভাগ, এনিমেল লাভারস অব পটুয়াখালীর কলাপাড়া উপজেলার সদস্যদের সহায়তায় ।
এনিমেল লাভারস অব পটুয়াখালীর কলাপাড়া উপজেলা টিম লিডার রাকায়েত হোসেন জানান,গোপন সংবাদের ভিক্তিতে তারা খবর পান পাচারের উদ্দ্যেশে কাছিম গুলি বাস করে নিয়ে যাওয়ার জন্য উঠানো হয়েছিল।
পটুয়াখালী বন বিভাগের সহকারী বন সংরক্ষক মো: তারিকুল ইসলাম জানান ৫০০,৭০০ গ্রাম থেকে ১ কেজি ওজনের বিরল প্রজাতির সন্ধি কাছিম গুলি পরে পটুয়াখালীতে নিয়ে আসা হয় ।পরবর্তিতে পটুয়াখালী সদর উপজেলার রিসোর্স সেন্টার সংলগ্ন সরকারী খালে কাছিমগুলি অবমুক্ত করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন