কৃষি ব্যাংক ময়মনসিংহ বিভাগের শাখা ব্যবস্থাপক সম্মেলন ১৭ ডিসেম্বর বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (ইওঘঅ), ময়মনসিংহে অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মুহম্মদ আউয়াল খান । এ সময় বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো: আবুল হোসেন এবং নিরীক্ষা ও অভ্যন্তরীণ মহাবিভাগের মহাব্যবস্থাপক মুহম্মদ মাহমুদ হাসান। ময়মনসিংহ বিভাগের মহাব্যবস্থাপক মো: মালেক নেওয়াজ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে ময়মনসিংহ বিভাগাধীন বিভাগীয় নিরীক্ষা কর্মকর্তা, সকল মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক, আঞ্চলিক নিরীক্ষা কর্মকর্তা ও শাখা ব্যবস্থাপকগণ উপস্থিত ছিলেন। সম্মেলনে ব্যাংকের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জন বিষয়ে সার্বিক পর্যালোচনা শেষে প্রধান কার্যালয় ঘোষিত ১২০ দিনের কর্মসূচী সফলভাবে বাস্তবায়নের জন্য ব্যবস্থাপনা পরিচালক প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন। -প্রেস বিজ্ঞপ্তি
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন