শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

বিএনপি শান্তিপূর্ণ সমাবেশ করলে পুলিশ-সরকার সহায়তা করবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | প্রকাশের সময় : ৮ ডিসেম্বর, ২০২২, ৫:১৪ পিএম | আপডেট : ৫:২৮ পিএম, ৮ ডিসেম্বর, ২০২২

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, বিএনপি শান্তিপূর্ণ সমাবেশ করলে তাতে বাধা দেয়া হবে না; পুলিশ ও সরকার তাদেরকে সহায়তা করবে।বৃহস্পতিবার বিকালে রাজারবাগ পুলিশ হাসপাতালের সামনে সাংবাদিকের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

বুধবার নয়া পল্টন বিএনপি পার্টি অফিসের সামনে সংঘর্ষে আহত পুলিশ সদস্যদের দেখতে পুলিশ হাসপাতালে যান মন্ত্রী।

বিএনপিকে কোনভাবে রাস্তায় সমাবেশ হবে না হুঁশিয়ারি উচ্চারণ করে স্বরাষ্ট্র আসাদুজ্জামান খান কামাল বলেন, বিএনপি শান্তিপূর্ণ সমাবেশ করলে তাতে বাধা দেয়া হবে না; পুলিশ ও সরকার তাদেরকে সহায়তা করবে।

তিনি বলেন, সংঘর্ষের ঘটনায় ৪৯ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে ১৬ জন পুলিশ হাসপাতালে আর একজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।

আহত সবাই হাত বোমায় আহত হয়েছেন বলে তিনি জানান।

তিনি বলেন, বিএনপির জন্য ছাত্রলীগের সম্মেলন আগায় আনতে বলেন প্রধানমন্ত্রী। অথচ তারা ভাল জায়গা ছেড়ে রাস্তায় করতে চায়।

গতকাল বিএনপি কর্মীরা মারমুখী ছিলেন জানিয়ে তিনি বলেন, তারা ইটপাটকেল নিক্ষেপ করেছে, বোমা মেরেছে। পুলিশের পদক্ষেপ নেয়া ছাড়া কোন উপায় ছিল না।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ বাধ্য হয়ে বুলেট ছুড়েছে। কোথা থেকে ককটেল বোমা এসেছে তাই বিএনপি অফিসে তল্লাশি চালানো হয়।

এতো বিশাল চাল ডাল পানির বোতল আনার কারন কী? এর পেছনের কারন বিএনপি সমাবেশের নামে রাস্তায় বসে পড়বে। এটা পুলিশ নস্যাত করেছে।

বিএনপিকে কোনভাবে রাস্তায় সমাবেশ করতে দেয়া হবে না। পরিস্থিতি নাজুক হয়নি। বিএনপি শান্তিপূর্ণ সমাবেশ করলে তাতে বাধা নয়।

পুলিশ বিএনপি অফিসে ককটেল নিয়ে রেখেছে, এমন কথা সত্য না।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন