বিনোদন ডেস্ক: নাট্যনির্মাতা পীযূষ সেন বেনু নির্মাণ করলেন ব্যায়বহুল মিউজিক ভিডিও ‘তোমাকে ছাড়া’। সম্প্রতি দিয়াবাড়িসহ ঢাকার বিভিন্ন লোকেশনে গানটির চিত্রায়ন হয়েছে। গানটি গীতিকার ও সুরকার শাহেদ খান। গানটি গেয়েছেন ইমরান তাহির। পীযূষ বলেন, এটি এমন একটি গান যা দর্শক একবার শোনর পরেই গানটির প্রেমে পড়ে যাবে। আমাকে যখন গানটি দেয়া হয়, শোনার পর গানটি ভালো লেগে যায়। আর এই গানটি মিউজিক ভিডিও নির্মাণ করতে রাজি হয়ে যাই। গানটিতে মডেল হিসেবে ছিলেন- মিষ্টি মারিয়া, নয়ন দেব, শাহেদ খান ও টুম্পা। বিভিন্ন টিভি চ্যানেলসহ ইউটিউব এ গানটি দেখা যাবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন