বগি লাইনচ্যুত হওয়ার তিন ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। রবিবার (১১ ডিসেম্বর) বেলা ১১টায় বগিটি উদ্ধার হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
এর আগে সকাল ৮টায় ময়মনসিংহ নগরীর চট্টগ্রাম রোডের বলাশপুর এলাকায় চট্টগ্রামগামী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। এরপর থেকে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ার বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ রেলওয়ে জিআরপি থানার ওসি মহিউদ্দিন আহমেদ জানান, বেলা ১১টায় রেল কর্মীদের চেষ্টায় লাইনচ্যুত বগি উদ্ধার করা হয়। এরপর থেকে ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন