শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

রাতে ইশরাকের বাসায় পুলিশের অভিযান

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৩ ডিসেম্বর, ২০২২, ১:০০ পিএম

বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের গোপীবাগের বাসায় অভিযান চালিয়েছে গোয়েন্দা পুলিশ। বিএনপি সূত্র এই অভিযোগ করেছে। সোমবার দিবাগত রাত সোয়া ১টা থেকে রাত ২টা পর্যন্ত এই অভিযান চালানো হয়েছে বলে জানানো হয়েছে। তবে ওই সময় ইশরাক কিংবা তার পরিবারের কোনো সদস্য বাসায় ছিলেন না।

ইশরাকদের পারিবারিক গাড়িচালক হাজী আব্দুর রশিদ বলেন, অভিযান শেষে চলে যাওয়ার সময় তারা বাসার কেয়ারটেকার মহসিন মিয়াকে নিয়ে গেছে। এছাড়া তারা বাসার সিসি ক্যামেরার ডিভাইস নিয়ে গেছে এবং বাসার গেইট ভাঙচুর করেছে।

তিনি আরো বলেন, পুলিশ চারটি গাড়িতে করে এসে এ অভিযানে অংশ নেয়। তারা চলে যাওয়ার সময় পরিচয় জানতে চাইলে নিজেদের ডিবি পুলিশ বলে জানায়।

এর আগে বিএনপির প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার জানান, খবর পেয়েছি সোমবার দিবাগত রাত দেড়টার দিকে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাকের গোপীবাগের বাসায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তল্লাশি করতে প্রবেশ করেছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
hassan ১৩ ডিসেম্বর, ২০২২, ৪:৩০ পিএম says : 0
আল্লাহ তুমি এদেরকে জঘন্যতম শাস্তি দাও এই দুনিয়াতে এবং জাহান্নামের দাও মরে গেলে আমিন
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন