শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

২৭ জানুয়ারি তানিয়া আহমেদের প্রথম সিনেমা ভালবাসা এমনই হয়

| প্রকাশের সময় : ২১ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : অভিনেত্রী তানিয়া আহমেদের প্রথম পরিচালিত সিনেমা ‘ভালবাসা এমনই হয়’ মুক্তি পাবে আগামী বছরের ২৭ জানুয়ারি। সম্পূর্ণ লন্ডনে চিত্রায়িত সিনেমাটি প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম লি.। এতে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মীম, সাজ্জাদ, মীর সাব্বির, তানজিকা আমিন, মিশু সাব্বির, রবার্ট ইয়ং, সোহেল খান, তারিক আনাম খান প্রমুখ। কাহিনী, সংলাপ ও রচনা: রায়হান খান এবং নৃত্য পরিচালনা, চিত্রনাট্য, পরিচালনা করেছেন তানিয়া আহমেদ। চিত্রগ্রহণে রায়হান খান ও হাবিবুল মঞ্জির। আবহ সংগীত: এসআই টুটুল। সংগীত পরিচালনা ও কম্পোজিশন: এসআই টুটুল, হাবিব ওয়াহিদ এবং জেকে। গীতিকার: এসআই টুটুল, লতিফুল ইসলাম শিবলী, জাহিদ আকবর, ফারুক হোসেন ও সুুদ্বীপ। কণ্ঠ শিল্পী: এসআই টুটুল, কনা, জেকে, মমো ও নওমি। ফাইট ডিরেক্টর: মাসুম পারভেজ রুবেল ও নীলয় পারভেজ (লন্ডন)। সম্পাদনা: এমএইচ সোহেল। সাউন্ড মাস্টারিং: আজম বাবু। নৃত্য পরিচালক: তানিয়া আহমেদ, মীম ও মেহরাজ হক তুষার।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন