রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

বাঘায় ৩টি দোকানে ভ্রাম্যমান আদালতের ১৩ হাজার টাকা জরিমানা

বাঘা (রাজশাহী) প্রতিনিধি | প্রকাশের সময় : ১৯ ডিসেম্বর, ২০২২, ৪:০১ পিএম

রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌর বাজারে ৩টি দোকান থেকে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ১৩ হাজার টাকা জরিমানা আদায় করেছে।
সোমবার (১৯ডিসেম্বর) সকাল ১১.৩০মি: এর সময় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও রাজশাহী জেলা ভোক্তা অধিকার ও সংরক্ষন এর সহ-কারী পরিচালক মাসুম আলী ভোক্তা অধিকার ও সংরক্ষন আইন-২০০৯ এর ধারায় অপরিস্কার ও মেয়াদের তারিখ না থাকায় আড়ানী পৌর বাজারে পাল মিষ্টান্ন ভান্ডার থেকে ৬ হাজার টাকা, বৃষ্টি মিষ্টান্ন ভান্ডার থেকে ২ হাজার টাকা ও দিলিপ ফল ভান্ডার থেকে ৫ হাজার টাকা ৩টি দোকান থেকে মোট ১৩ হাজার টাকা টাকা ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জরিমানা আদায় করা হয়েছে।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও রাজশাহী জেলা ভোক্তা অধিকার ও সংরক্ষন এর সহ-কারী পরিচালক মাসুম আলী বলেন, ভোক্তা অধিকার ও সংরক্ষন আইনে বাঘার আড়ানী পৌরবাজারে ৩টি দোকান থেকে ১৩ হাজার টাকা ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জরিমানা আদায় করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেন বাঘা উপজেলা সেনেটারী ইনেপেক্টর আব্দুল হান্নান।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন