বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

‘কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোর সম্পৃক্ততা নেই’

বান্দরবানে সংবাদ সম্মেলন

বান্দরবান থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ ডিসেম্বর, ২০২২, ৫:৫৬ পিএম | আপডেট : ৫:৫৭ পিএম, ২৮ ডিসেম্বর, ২০২২

বান্দরবানে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন অধ্যাপক থানজামা লুসাই।


পাহাড়ে নতুন গজিয়ে ওঠা সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের সাথে অন্যান্য ক্ষুদ্র জনগোষ্ঠীর কোন সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন নৃগোষ্ঠীগুলোর নেতৃবৃন্দ।

বুধবার (২৮ ডিসেম্বর) সকালে বান্দরবান শহরের অরুণ সারকী টাউন হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নৃগোষ্ঠীগুলোর নেতৃবৃন্দ এ কথা জানান।

সম্প্রতি কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট তাদের সংগঠনের সাথে পাহাড়ের ম্রো, লুসাই, বম, খুমি, খ‍েয়াংসহ ৬টি জনগোষ্ঠী জড়িত রয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন জায়গায় এরকম দাবি তোলার পর নৃগোষ্ঠীগুলোর নেতৃবৃন্দ সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরেন।

সচেতন নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত এই সংবাদ সম্মেলনে অধ্যাপক থানজামা লুসাই, জেলা পরিষদের সদস্য সিংইয়ং ম্রো, সিংইয়ং খুমি, খুমি সম্প্রদায়ের প্রতিনিধি লেলুং খুমি, খ‍েয়াং সম্প্রদায়ের প্রতিনিধি ম্রাসা খেয়াং সহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, এখনো কেউক্রাডং ও তাজিনডং এলাকায় কেএনএফফের তাৎপরতা রয়েছে। তারা অপহরণ চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্ম চালিয়ে যাচ্ছে। তাদের কারণে স্থানীয়রা এখন আতঙ্কিত ও অতিষ্ঠ। এসব সন্ত্রাসীদের নির্মুলে দাবি জানিয়েছেন নেতৃবৃন্দ।

উল্লেখ্য, বান্দরবান ও রাঙামাটির জেলার মিয়ানমার ভারত সীমান্ত সংলগ্ন এলাকায় দীর্ঘ দু’মাসের বেশি সময় ধরে কুকিচিন ন্যাশনাল ফ্রন্টের সন্ত্রাসী কর্মকাণ্ড ও জঙ্গি তৎপরতা দমনে সেনাবাহিনী ও র‍্যাবের যৌথ অভিযান চলছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন