শনিবার, ১৮ মে ২০২৪, ০৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

মহানবী হযরত মুহাম্মদ (স) কে কটুক্তিকারী রাকেশ রায়ের ৭ বছরের সশ্রম কারাদন্ড ও ১লক্ষ টাকা জরিমানা

জকিগঞ্জ (সিলেট) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩ জানুয়ারি, ২০২৩, ৩:২৫ পিএম

বিশ্বনবী হযরত মুহাম্মদ (স) কে কটুক্তিকারী হিন্দু মহাজোট নেতা রাকেশ রায়কে সিলেটের জেলা দায়রা জজ আদালতের সাইবার ক্রাইম ট্রাইবুনাল আজ ৭ বছরের সশ্রম কারাদন্ড ও ১ লক্ষ টাকার জরিমানা দিয়েছে বলে জানিয়েছেন বাদীপক্ষের আইনজীবি এড. রফিক আহমদ মজুমদার। রায়ে আদালতের প্রতি সন্তুষ্টি জানিয়েছেন রাকেশ বিরোধী আন্দোলনের নেতা কাজী হিফজুর রহমান ও মাও. আলাউদ্দীন তাপাদার।
 
উল্লেখ্য, ২০১৭ সালে হিন্দু মহাজোটের সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকেশ রায় ফেসবুকে মহানবী (সা:)'কে নিয়ে কুরুচিপুর্ন মন্তব্য করেন।
 
যার ফলে জকিগঞ্জে সর্বদলীয় নেতৃবৃন্দের সমন্বয়ে ইসলামি ঐক্য পরিষদ এর ব্যানারে সর্বস্থরের মুসলিম জনতা বিক্ষোভে ফেটে পড়ে। এ আন্দোলন পুরো বৃহত্তর সিলেটে ছড়িয়ে পড়ে। তারা শান্তিপূর্নভাবে মানববন্ধন করে এবং এ ঘটনায় ২০১৭ সালের ৫ জুন সোমবার ফুযায়েল আহমদ নামের এক ব্যক্তি বাদী হয়ে রাকেশ রায়ের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনের ৫৭(২) ধারায় জকিগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
 
মামলার প্রেক্ষিতে ৭ জুন বুধবার সাড়ে সাতটার দিকে গ্রেফতার এড়াতে ভারত পলায়নকালে রাকেশ রায়কে গ্রেফতার করে জকিগঞ্জ থানা পুলিশ।
 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন