শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

বিভাগীয় গণ অবস্থান কর্মসূচির সমাবেশস্থল শহীদ মিনার পরিদর্শনে সিলেট বিএনপি নেতৃবৃন্দ

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ৯ জানুয়ারি, ২০২৩, ৪:০১ পিএম

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আগামী ১১ জানুয়ারী সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সিলেট বিভাগীয় গণ অবস্থান কর্মসূচি পালন করবে বিএনপি। ইতিমধ্যে গণ অবস্থানস্থল পরিদর্শন করেছেন বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ। এসময় বিএনপি নেতৃবৃন্দ বলেন, বিএনপি দেশের সাধারণ মানুষকে সাথে নিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য আন্দোলন করছে। গণ অবস্থান কর্মসূচি এই চলমান আন্দোলনেরই অংশ। সবাইকে ঐক্যবদ্ধভাবে গণ অবস্থান সহ সকল আন্দোলন কর্মসূচি সফল করে এই সরকারের বিদায় নিশ্চিত করতে হবে। ইনশাআল্লাহ এই ফ্যাসিস্ট সরকারের বিদায় অনিবার্য। এসময় উপস্থিত ছিলেন- বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট মহানগর বিএনপির আহবায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকি, সিলেট জেলা বিএনপিসাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির যুগ্ন আহবায়ক এমদাদ হোসেন চৌধুরী, জেলা বিএনপি নেতা এডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, মহানগর বিএনপির সদস্য নুরে আলম সিদ্দিকী খালেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মোর্শেদ, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা সম্রাট হোসেন, মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এ্যাষ, সাধারণ সম্পাদক ফজলে রাব্বী আহসান প্রমূখ।

উল্লেখ্য, এর আগে গণঅবস্থান কর্মসূচি সফল করতে স্থানীয় একটি হোটেলে যৌথ প্রস্তুতি সভা করেছে সিলেট জেলা ও মহানগর বিএনপি। সভায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সিলেট বিভাগীয় গণ অবস্থান কর্মসূচি পালন কারার সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সিলেট বিভাগের বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্থরের নেতৃবৃন্দের প্রতি অবস্থান কর্মসূচি সফল করার জন্য আহবান জানানো হয়।
প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন, সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট জেলা বিএনপিসাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী, সিলেট মহানগর বিএনপি সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী, যুগ্ন আহবায়ক ফরহাদ চৌধুরী শামীম, সালেহ আহমদ খছরু, এডভোকেট রোকশানা বেগম শাহনার, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, সহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ ।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন