হাই কোর্টের নির্দেশনা অনুযায়ী ঢাকার ধামরাইয়ে উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে ৩ টি অবৈধ ইটভাটাকে ১৫ লক্ষ টাকা জরিমানা করেছেন।
আজ রবিবার ( ১৫ জানুয়ারি ) সকাল থেকে বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে উপজেলার বালিয়া ইউনিয়নের বালিয়া এলাকার মক্কা ব্রিকস, আমতা ইউনিয়নের নান্দেশ্বরী এলাকার সুরমা ব্রিকস ও কুশুরা ইউনিয়নের বুচার বাড়ি এলাকায় মেসার্স পিউর ব্রিকসকে ৫ লক্ষ টাকা করে ৩ টি ইট ভাটার মালিককে মোট ১৫ লক্ষ টাকা জরিমানা করা হয় এবং ভ্যেকু দিয়ে কাঁচা ইট ভেঙে দেওয়া হয়।
এ অভিযান পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) ফারজানা আক্তার । এর পূর্বেও উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে ইট ভাটার চুল্লী ধ্বংস করা হয় ।
ধামরাই উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মোহাম্মদ হাই জকী সাংবাদিকদের বলেন, হাইকোর্টের নির্দেশনা অনুয়ায়ী অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়েছে। বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় আজ রোববার ৩ টি ইটভাটার মালিককে ১৫ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। অবৈধ ইট ভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
এসময় অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে ধামরাই থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত ছিলেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন