নাশকতার অভিযোগে শেরপুরের নকলা উপজেলা বিএনপির ৭০ নেতাকর্মীর বিরুদ্ধে
নকলা থানায় মামলা করেছে পুলিশ। এদের মধ্য থেকে ৭ নেতাকর্মীকে গ্রেফতার
করেছে পুলিশ।
এসব নেতা-কর্মীকে ১৬ জানুয়ারী ভোরে উপজেলার বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক জহির রায়হান মুক্তি
(৫২), বিএনপি নেতা মোরাদুজ্জামান মাছুম (৪৫), লুৎফর রহমান (৩২), নূর
হোসেন (৪৮), আরফান তালুকদার (৪৫), তাজুল ইসলাম মোক্তার (৫৫), কামরুল
মেম্বার (৫৫)।
পুলিশ জানায়, দেশের পরিস্থিতি অস্থিতিশীল করতে নকলা উপজেলার বিএনপির
নেতাকর্মীরা নাশকতা সৃস্টির পরিকল্পনা এবং চেষ্ঠা করছিল। গোপন সংবাদের
ভিত্তিতে পুলিশ সংবাদ পেয়ে ৭ নেতাকর্মীকে গ্রেফতার করে। আজ বিকেলে নকলা
থানার এসআই সাদ্দাম হোসেন বাদী হয়ে ৩৭ নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত
আরো ৩০/৩৫ জনের নামে মামলা দায়ের করেছেন।
এদিকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: হযরত আলী দাবী করেন,
বিএনপি শান্তিপূর্ণ কর্মসূচী পালন করার জন্য প্রশাসনের কাছে অনুমতি
চাওয়ার পরই মিথ্যা মামলা দিয়ে নেতা-কর্মীদেরকে আতঙ্কিত ও হয়রানী করছে।
আমরা এর প্রতিবাদ জানাচ্ছি ও মিথ্যা মামলা প্রত্যাহার করে নেয়ার দাবী
জানাচ্ছি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন