কুমিল্লার মুরাদনগর উপজেলায় কৃষি জমির মাটি কাটায় বাধা দেওয়ায় কৃষক খোকন মিয়া হত্যার ঘটনায় সাবেক ইউপি চেয়ারম্যান কামাল উদ্দিন ওরফে পিচ্চি কামালসহ তিন জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরো ৪ জনের কথা উল্লেখ করা হয়।
বৃহস্পতিবার দিবাগত রাতে নিহত কৃষক খোকন মিয়ার ছেলে কাইয়ুম বাদী হয়ে মুরাদনগর থানায় এ হত্যা মামলা করেন।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামরুজ্জামান তালুকদার মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের ছেলে কাইউম বাদী হয়ে একটি হত্যা মামলা হয়েছে। মামলায় নবীপুর পশ্চিম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কামাল উদ্দিনকে আমামি করা হয়েছে। আসামিদের গ্রেফতারে বিভিন্ন স্থানে আভিযান চলছে।
উল্লেখ্য, বুধবার রাতে খোকন মিয়ার জমি থেকে মাটি কেটে নিয়ে যাওয়ার সময় বাধা দিলে খোকন মিয়ার তলপেটে লাথি মেরে হত্যা করা হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন