বিনোদন ডেস্ক : সম্প্রতি নির্মাণ হলো নতুন ধারাবাহিক নাটক ‘স্বপ্নের সিঁড়ি। আদিত্য জনির পরিচালনায়, মোহাম্মদ জাকির হোসেনের চিএনাট্য ও সংলাপে ধারাবাহিকটির প্রচার অচিরেই শুরু হবে। নাটকটির মূল গল্প ভাবনা আবুল কালাম আজাদ বীরবিক্রম-এর। গল্পে দেখা যাবে, পড়ালেখা শেষ করে গ্রামে ফিরে আসেন বকুল। তিনি মুক্তিযোদ্দা মজিদ বেপারীর সৎ সন্তান। চাকরির আশা ছেড়ে চেয়্যারম্যান পদে নির্বাচন করবে এই রটনায় বর্তমান চেয়ারম্যানের কান ভারী করে তোলে তার দুই সহকারী। অন্যদিকে একই গ্রামের বকুলের ভালোবাসার জন্য বীর মুক্তিযোদ্দা মরহুম হাফিজের বড় মেয়ে হাসি হঠাৎ অন্ধ হওয়ার ঘটনায় ব্যাকুল হয়ে পড়ে বকুল। সরল বকুলের জীবনসঙ্গী একটি অন্ধ মেয়ে বিষয়টি নিজের কল্পনায় আনতে না পেরে সিম কার্ড বদলে চিরদিনের জন্য গ্রাম ছেড়ে নানী বাড়ি চলে গেছে হাসি। এমনই নানা ঘটনায় এগিয়ে যায় ধারাবাহিকটি। তাছাড়া গল্পের পরতে পরতে অনেক বাস্তবতা রয়েছে। জীবনযাপন, প্রেমসহ নানা অনুভ‚তিতে এবং জীবনঘনিষ্ঠ গল্পের আয়োজনে ধারাবাহিকটি জমে ওঠে। নাটকে অভিনয় করেছেন, মামুনুর রশীদ, নাইম, নাদিয়া, সাইকা আহমেদ, আসমা খানম, জান্নাতুল ফেরদৌস, উপমা, তাসনোভা তারিন, আসমাউল হুসনা, নাইচ, সেতারা আক্তার, আরিফ আল মামুন, দুলাল, আনাহলী, শাহ মো. ইসমাইল, আবুল কালাম আজাদ, ফরিদ আহমেদ সাথী প্রমুখ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন