শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কর্পোরেট

বসুধা’র ব্যাপক সাফল্য ও স্টলে ক্রেতাদের ভিড়

| প্রকাশের সময় : ২৫ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

“রিহ্যাব”-এর উদ্যোগে ২১-২৫ ডিসেম্বর-২০১৬ পাঁচ দিনব্যাপী চলছে রিহ্যাব ফেয়ার-২০১৬। ভেন্যুঃ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র, ঢাকা। মেলা সময়: প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত। মেলায় স্বনামধন্য রিয়েল এস্টেট প্রতিষ্ঠান বসুধা বিল্ডার্স লি. এর স্টল নং-৭৭। বসুধার স্টলে ছিল বুকিং এ বিশাল ডিসকাউন্ট সহ বিশেষ উপহার সামগ্রী। ফেয়ারে বসুধার সিইও-মো. শরীফ আকতার ও সেল্স টিমের সাথে কথা বলে জানতে পারি তাদের সাফল্যের কথা। তারা বলেন, এবারের ফেয়ারে বসুধা বিল্ডার্সের স্টলে যেমনি ছিল ক্রেতাদের ভিড় তেমিন ছিল প্রডাক্টের প্রতি ব্যাপক চাহিদা। আমরা গ্রাহকদের কাছে এ পর্যন্ত অনেকগুলো প্রডাক্ট বিক্রয় করেছি এবং আরো প্রডাক্ট বিক্রির প্রক্রিয়াধীন। তাছাড়াও মেলা উপলক্ষে বসুধার অফিসেও বিক্রির পরিমাণ বেড়ে গেছে। মেলা উপলক্ষে বুকিংএ ছিল বিশাল ডিসকাউন্ট ও গিফ্ট। ক্রেতাদের একটাই দাবি এই ডিসকাউন্ট যেন আরো কিছুদিন অব্যাহত থাকে। বসুধা কর্তৃপক্ষ তাদের এই অনুরোধটি রক্ষার জন্য বিশেষভাবে চিন্তা করছে। তারা আরো বলেন, ফেয়ারে বসুধার বিভিন্ন প্রোডাক্ট-এর পাশাপাশি ছিল একটি চমকপ্রদ আবাসিক প্রকল্প “বসুধা সিটি”। বসুধার দীর্ঘদিনের অভিজ্ঞতার আলোকে প্রথম প্রকল্প বসুধা আইল্যান্ড-এর বিশাল সাফল্যের পর বসুধা’র দ্বিতীয় আবাসিক প্রকল্প ঢাকার কাছেই সোনারগাঁও-এর সবচাইতে খোলামেলা জায়গা। ঢাকা-চট্টগ্রাম হাইওয়ে সংলগ্ন সকল আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত নগরায়ন “বসুধা সিটি”। স বিজ্ঞপ্তি

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন