বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

মাগুরায় কাল বৈশাখী ঝড় শালিখায় ব্যাপক ক্ষতি

মাগুরা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২১ মে, ২০২২, ৪:৫৩ পিএম

মাগুরার শালিখা উপজেলায় শনিবার সকালে বয়ে যাওয়া কাল বৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষতি হয়েছে।সাময়ীক ভাবে বন্ধ হয়ে গেছে অনেক স্থানের সড়ক যোগাযোগ ও বিদ্যুৎ ব্যবস্থা ।২১ শনিবার সকালে মাত্র ৫ মিনিটের কালবৈশাখীর ছোবলে এঘটনা ঘটে। উজগ্রামের প্রধানমন্ত্রীর উপহারের ২ টি ঘরের চাল সম্পূর্ণ উড়ে গেছে,আংশিক ক্ষতি হয়েছে অন্য ঘর গুলোর। মাগুরা কৃষি ইনস্টিটিউট রামপুর শালিখা এর দুই কক্ষের দুইটি টিনের চালা উড়ে গেছে। সেওজগাতি আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয় টির একটি কক্ষের টিনের চালা দুমড়ে মুচড়ে উড়ে গেছে। একই গ্রামের পল্লী বিদ্যুতের ১১ট খুটি সম্পুর্ন উপড়ে পড়ে গেছে। ভেঙে গেছে অনেক গাছ পালা। ভাটোয়াইল গ্রামের চারটি বসত ঘর উড়ে গেছে। শ্রীহট্ট গ্রামের মোন্তাহার মোল্যার গোয়াল ঘর,সামছুল মোল্লার দোকান ঘর,ইউনুস মোল্লার দোকান ঘর,ইনায়েত মোল্লার দুইটি দোকান ঘর উড়ে গেছে।

উল্লেখযোগ্য পরিমান জমির কেটে রাখা পাকা ধান উড়িয়ে ছিড়িয়ে ফেলেছে। আম,লিচু, জামরুল সহ মৌসুমি ফলের ব্যাপক ক্ষতি হয়েছে। এছাড়া মাগুরা সদর উপজেলার বিভিন্ন এলাকায় সকালের কাল বৈশাখী ঝড়ে ক্ষেতর ফসল, গাছের আম বৃক্ষ সম্পদসহ মৌসুমী ফলের ক্ষতি হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন