শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

দুনিয়াতে মা-বাবাই নিঃস্বার্থ আপনজন -চসিক মেয়র

| প্রকাশের সময় : ২৫ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, দুনিয়াতে মা-বাবাই নিঃস্বার্থ আপনজন। তাদের প্রাপ্য সম্মান ও মর্যাদা আজীবন দিতে হবে। এ ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেয়ার সুযোগ নেই। গতকাল শনিবার নগরীর হাতেখড়ি স্কুল ও কলেজ মাঠে এইচএসসি ও এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত শতাধিক মেধাবী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র একথা বলেন। মেয়র বলেন, ছাত্রজীবন থেকেই মানবিক মূল্যবোধ ধারণ করে জীবন সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে হবে।
সুজনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি মো: রফিকুল হোসেন বাচ্চু, ২৭ নং ওয়ার্ড কাউন্সিলর এইচ এম সোহেল, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর মিসেস আফরোজা কালাম, মহানগর আওয়ামী লীগ নেতা বেলাল আহমদ, হাতেখড়ি স্কুলের পরিচালনা কমিটির সদস্য মফিজুর রহমান, প্রতিষ্ঠানের অধ্যক্ষ নুসরাত জাহান। পরে মেয়র জিপিএ-৫ প্রাপ্তদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
নিঃস্ব শিশুর দায়িত্ব নিলেন মেয়র
গত ১৮ ডিসেম্বর ভোরে পূর্ব বাকলিয়া বলির হাট শাহাজী পাড়ায় সংঘটিত ভয়াবহ অগ্নিকান্ডে নিহত হন চট্টগ্রাম সিটি করপোরেশনের কর্মচারী মো: সৈয়দ আহমদ ও তার স্ত্রী রিনা আক্তার। তাদের ঘরের একমাত্র শিশু সন্তান আদিয়াত জীবিত আছে। তার বয়স মাত্র দুই বছর। গতকাল বিকেলে শাহজী পাড়ার ক্ষতিগ্রস্তদের নিকট যান মেয়র আ জ ম নাছির উদ্দীন। এ সময় চসিক স্বাস্থ্য বিভাগের নিহত অস্থায়ী কর্মচারীকে এককালিন দুই লাখ টাকা অনুদান প্রদানসহ শিশু আদিয়াতের যাবতীয় ব্যয়ভার বহন করার কথা জানান মেয়র। মেয়র আ জ ম নাছির উদ্দীন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের সরাসরি সাক্ষাৎ করে তাদের সাথে সমবেদনা জানান এবং কম্বল বিতরণ করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন