বিনোদন ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গের কল্যাণীতে আজ সন্ধ্যা ৬টায় প্রাঙ্গণেমোর-এর দর্শক-নন্দিত প্রযোজনা আওরঙ্গজেব নাটকটি মঞ্চায়িত হবে। গত ২৪ ডিসেম্বর প্রাঙ্গণেমোর নাট্যদল ৩০ সদস্যের দল নিয়ে কল্যাণী নাট্যচর্চা কেন্দ্র’র দ্বাবিংশ নাট্যোৎসবে অংশ নিতে কলকাতা গিয়েছে। নাটকটি রচনা করেছেন মোহিত চট্টোপাধ্যায় ও নির্দেশনা দিয়েছেন অনন্ত হিরা। নাটকটির মঞ্চ ও আলোক পরিকল্পনা করেছেন ফয়েজ জহির, সঙ্গীত পরিকল্পনা করেছেন রামিজ রাজু ও পোশাক নূনা আফরোজ। নাটকটিতে অভিনয় করেছেন অনন্ত হিরা, নূনা আফরোজ, রামিজ রাজু, ইউসুফ পলাশ, সরোয়ার সৈকত, মাইনুল তাওহীদ, শুভেচ্ছা, রিগ্যান রতœ, বিপ্লব, চৈতালী চৈতিসহ আরো ১৬ জন নাট্যকর্মী।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন