পিরোজপুরের মঠবাড়িয়ার মিরুখালী বাজারে রোববার বিকালে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পিরোজপুর অফিস এক অভিযানে ২ ব্যবসায়িকে ৫ হাজার টাকা জরিমানা করেছে। খোলা খাবার রাখার দায়ে মো. মিরাজ মিয়াকে ২ হাজার এবং মেয়াদ উত্তির্ণ পণ্য রাখার দায়ে মো. শাহজাদাকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আধিদপ্তর পিরোজপুর অফিসের সহকারী পরিচালক দেবাশীষ রায়ের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় উপজেলা সেনিটারী ও নিরাপদ খাদ্য পরিদর্শক শেখ এহসান কবির উপস্থিত ছিলেন।
সহকারী পরিচালক দেবাশীষ রায় জানান, ভোক্তা অধিকারের সুরক্ষায় বাজারে অভিযান অব্যাহত থাকবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন