শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

বিতর্কিত শিক্ষা কারিকুলাম বাতিল করতে হবে বিক্ষোভ সমাবেশে খেলাফত নেতৃবৃন্দ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১১ ফেব্রুয়ারি, ২০২৩, ২:১০ পিএম

ইসলাম বিরোধী মানবতা বিরোধী পাঠ্যপুস্তক এদেশে চলতে দেয়া হবে না। সরকারের ওপর বানরের আছর পড়েছে। ইসলামের দুশমনরা বিজাতীয় শিক্ষা কারিকুলাম চালু করে আগামী প্রজন্মকে নাস্তিক ও জাহেল বানাতে চায়। অবিলম্বে বিতর্কিত শিক্ষা কারিকুলাম বাতিল করতে হবে। নতুন শিক্ষানীতি প্রণয়ন করতে হবে। ইসলাম বিরোধী শিক্ষা কারিকুলাম বাতিল না হওয়ায় পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। ধর্মীয় শিক্ষা সঙ্কোচন নীতি বন্ধ এবং সকল বোর্ড পরীক্ষায় ধর্মীয় শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে। রাজনৈতিক সঙ্কট উত্তোরণে নির্বাচনের তিন মাস পূর্ব জাতীয় সংসদ ভেঙ্গে দিয়ে দল নিরপেক্ষ নির্বাচনকালিন সরকার গঠন করতে হবে। আজ শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে খেলাফত মজলিসে উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ এসব কথা বলেন। দলের আমীর মাওলানা যোবায়ের আহমদ চৌধুরীর সভাপতিত্বে এবং অধ্যাপক আব্দুল জলিলের সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন দলের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের, মাওলানা আহমদ আলী কাসেমী, মুনতাসির আলী, অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম, হাজী নূর হোসেন। সমাবেশে দলের মহাসচিব ৮ দফঅ দাবি পেশ করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন