বিনোদন ডেস্ক : নতুন বছরে ভক্তদের জন্য পাঁচটি গান নিয়ে আসছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খান। বর্তমানে গানগুলোর রেকর্ডিং চলছে। গানের কথা ও সুর করেছেন গাজী মাজহারুল আনোয়ার এবং মিল্টন খন্দকার। মনির খান বলেন, পাঁচটি গানের মধ্যে তিনটি গান রোমান্টিক ঘরানার এবং বাকি দুটি গানের ফ্লেভার একেবারেই আলাদা। এখনো পর্যন্ত পাঁচটি গান অ্যালবাম আকারে প্রকাশ করব কিনা ঠিক করিনি। সবগুলো গানই শ্রোতাদের চাহিদা প্রাধান্য দিয়ে নির্মাণ করা হচ্ছে। তিনি বলেন, এখন মানুষ গান শোনার সঙ্গে সঙ্গে দেখতেও পছন্দ করে। তাই পাঁচটি গানের মধ্যে একটি অথবা দুটি গানের মিউজিক ভিডিও করার ইচ্ছে রয়েছে। গানগুলো আগামী জানুয়ারির শেষেই মনির খানের নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে বলে জানা গেছে। বর্তমানে এই গায়ক স্টেজ শো ছাড়াও চলচ্চিত্রের গানে কণ্ঠে দিচ্ছেন। গত রোববার খোদার কসম নামে একটি সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন তিনি। গত জুনে মনির খানের সর্বশেষ একক অ্যালবাম লীলাবতী প্রকাশ পায়। ওই অ্যালবামে গান ছিল মোট ১০টি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন