আজ মঙ্গলবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবনের বাগেরহাটের চাঁদপাই রেঞ্জের শ্যালা নদী সংল্গন সূর্যমুখী খাল থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময়, আটককৃতদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত ১টি কাঠের পুরাতন ডিঙ্গি নৌকা, ১ টি একনলা বন্দুক, ১ টি ওয়ান সুটার গান, ৭ টি সীসার কার্তুজ, ২টি কাঠের বাট সহ রামদা, ২ টি লোহার হাতুড়ী, ১ টি লোহার পাইপ, ৪ টি টর্চ লাইট, ১০ টুকরা নাইলনের রশি, ২ টি স্কচ টেপ, ৪ টি বিভিন্ন সাইজের লাঠি, ২ টি মানকি টুপি জব্দ করা হয়। এর আগে গত ৯ ডিসেম্বর রাতে এই দস্যুরা একটি জেলেবহরে হামলা ও লুটপাট চালায় এবং ১৫ জেলেকে অপহরণ করে মুক্তিপণের দাবি করে। পরে ২১ ডিসেম্বর সকালে জেলেরা ১০ হাজার টাকা করে মুক্তিপণ দিয়ে তাদের জিম্মিদশা থেকে ফিরে আসেন।
আটককৃত বনদস্যুরা হলেন, রামপাল উপজেলার আড়ুয়াডাঙ্গার বাসিন্দা মৃত আহাদ আলীর ছেলে মোঃ ফজলু শেখ (৪২),শিকিরডাঙ্গা এলাকার মোঃ মোতালেব শেখের ছেলে মজনু শেখ (৩০), পেড়িখালী মৃত জোনাব আলী মোড়লের ছেলে শাহাদাৎ মোড়ল (৪০) ও জিগিরমোল্লা এলাকার নজরুল শেখের ছেলে ফয়সাল শেখ (৩২)। বাগেরহাটের পুলিশ সুপার কেএম আরিফুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আমরা চার বনদস্যুকে আটক করেছি। দস্যু দমনে অভিযান অব্যাহত থাকবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন