শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

নতুন পাঁচ ধারাবাহিকে ফারহানা মিলি

| প্রকাশের সময় : ১ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : নতুন পাঁচটি ধারাবাহিক নাটকে অভিনয় করছেন দর্শকপ্রিয় অভিনেত্রী ফারহানা মিলি। এরমধ্যে নতুন একটি ধারাবাহিক নাটকের প্রচার শুরু হয়েছে, তিনটি ধারাবাহিকের কয়েক লটের শুটিং করেছেন এবং নতুন আরেকটি ধারাবাহিকের শুটিং শুরু হবে জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে। মোস্তফা কামাল রাজের রচনা ও নির্দেশনায় ‘পোস্ট গ্র্যাজুয়েট’ ধারাবাহিক নাটকের কাজ শুরু করবেন ফারহানা মিলি জানুয়ারির মাঝামাঝিতে। এতে তার বিপরীতে থাকবেন চঞ্চল চৌধুরী। তারা দু’জন এর আগে গিয়াস উদ্দিন সেলিমের নির্দেশনায় ‘মনপুরা’ চলচ্চিত্রে অভিনয় করার পাশাপাশি বেশ কয়েকটি নাটকেও অভিনয় করেছেন। এবার তাদেরকে ধারাবাহিক নাটকে অভিনয় করতে দেখা যাবে। মিলি অভিনীত রাজীবুল ইসলাম রাজীব পরিচালিত ‘ছন্নছাড়া’ ধারাবাহিকটিতে তিনি স্বপ্নকন্যা নিশি চরিত্রে অভিনয় করছেন। এতে তার বিপরীতে আছেন নাঈম। একটু অন্যরকম একটি চরিত্র, এমনটাই জানালেন ফারহানা মিলি। এটি নিয়মিতভাবে প্রচার হচ্ছে বাংলাভিশনে। আবার সঞ্জিত সরকার পরিচালিত ‘মজনু একজন পাগল নহে’ ধারাবাহিক নাটকেও অভিনয় করছেন ফারহানা মিলি। এই ধারাবাহিকেও মিলিকে নতুন ভিন্ন একটি চরিত্রে দেখা যাবে। পাশাপাশি রাজীবুল ইসলাম রাজীবের ‘হিং টিং ছট’ এবং এস এম শাহীনের ‘সোনাভান’ ধারাবাহিকেও অভিনয় করছেন। সবমিলিয়ে বলা যায় নতুন বছরে মিলি অভিনীত ধারাবাহিক নাটকগুলো প্রচার শুরু হলে বেশ ব্যস্ততাতেই কাটবে বছরটি। ধারাবাহিকগুলোতে অভিনয় প্রসঙ্গে ফারহানা মিলি বলেন, ‘কিছুদিন আগেও যখন দেখতাম আমার সহকর্মীরা একসঙ্গে অনেকগুলো ধারাবাহিকে কাজ করছেন, তখন ভাবতাম কীভাবে তারা এতো কাজ করেন। এখন আমি নিজেও যখন বেশ কয়েকটি ধারাবাহিকে কাজ করছি তখন দেখলাম যে চাইলেই করা যায়। একটু ম্যানেজ করে নিলেই কাজগুলো করা যায়। আগে অনেক কাজ একসঙ্গে হাতে নিতে কিছুটা শঙ্কিত থাকতাম, সেই শঙ্কাটা এখন কাটিয়ে উঠেছি কাজগুলো করার পর। আমি সবসময়ই ভালো গল্প এবং আমার চরিত্রের ভিন্নতা খোঁজার চেষ্টা করেছি

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন