বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

‘শেষ হইয়াও হইলো না শেষ’

| প্রকাশের সময় : ১ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্পের সঙ্গা ‘শেষ হইয়াও হইলো না শেষ’রই রেশ থেকে গেল ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর্ণ আসর জেবি বাংলাদেশ প্রিমিয়ার লিগে (জেবি বিপিএল)। নির্ধারিত সূচি অনুযায়ী বিপিএলের খেলা শেষ হলেও রেলিগেশন ভাগ্য নির্ধারণের জন্য ফেনী সকার ও উত্তর বারিধারা ক্লাবের মধ্যে এখন প্লে-অফ ম্যাচ অনুষ্ঠিত হবে। কারণ লিগের শেষ ম্যাচে ফেনী সকার জয় পেয়ে বারিধারার সমান পয়েন্ট তুলে নিয়েছে। ফলে লিগের বাইলজ অনুযায়ী রেলিগেশন প্লে-অফ ম্যাচ খেলবে ফেনী ও বারিধারা। প্লে-অফে যারা হারবে তারাই বিপিএল থেকে অবনমনে যাবে। তবে প্লে-অফে অবনমন ঠিক করা হলেও সেই ম্যাচের দিনক্ষণ এখনও ঘোষণা করেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন। গতকাল বিকালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ফেনী সকার ২-০ গোলে হারায় মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে। বিজয়ীদের পক্ষে অধিনায়ক ও মিডফিল্ডার শাহরান হাওলাদার এবং ঘানাইয়ান ফরেয়ার্ড এনটিম টুয়াম ফ্রাংক একটি করে গোল করেন। এ জয়ে ২২ ম্যাচে বারিধারার সমান ১৮ পয়েন্ট পেয়ে গোল ব্যবধানে এগিয়ে থেকে তালিকার এগারোতম স্থানে জায়গা পেলো ফেনী। সমান ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে পঞ্চমস্থানে থেকে এবারের লিগ শেষ করলো মুক্তিযোদ্ধা।
মুক্তিযোদ্ধার বিপক্ষে কাল বাঁচা-মরার ম্যাচ ছিল ফেনীর। আসরের প্রথম লেগে মুক্তিযোদ্ধা ২-০ গোলে হারিয়েছিল এই ফেনীকে। অথচ সেই দলটিকে লিগের শেষ ম্যাচে একই ব্যবধানে হারিয়ে মধুর প্রতিশোধ নিল রাজধানীর বাইরের দলটি। তারপরও অবনমনের শঙ্কা কাটেনি তাদের। লিগের বাইলজ অনুযায়ী রেলিগেশনের স্থান নির্ধারণ করার ক্ষেত্রে নিচের দুটি দলের পয়েন্ট সমান হলে তাদের মধ্যে হোম এ্যান্ড এ্যাওয়ে ভিত্তিতে দু’টি প্লে-অফ ম্যাচ হবে। দুই ম্যাচে বেশি গোল করা দলকে বিজয়ী বলে ধরা হবে। যদি এই ম্যাচগুলোয় দু’দলই সমান গোল করে, সেক্ষেত্রে অ্যাওয়ে ম্যাচের গোলকে দ্বিগুণ হারে হিসাব করা হবে। যদি তারপরও সমতা হয়, সেক্ষেত্রে দু’দল দ্বিতীয় ম্যাচে শেষে ১৫+১৫ মিনিট করে অতিরিক্ত খেলবে। তাতেও যদি হারজিত নিষ্পত্তি না হয়, তাহলে খেলা গড়াবে টাইব্রেকারে। মুক্তিযোদ্ধার বিপক্ষে ম্যাচে ৪৯ মিনিটে প্রথম গোল করেন অধিনায়ক ও মিডফিল্ডার শাহরান হাওলাদার। তিনি সতীর্থ মিডফিল্ডার মোজাম্মেল হোসেন নীরার নেয়া উঁচু ক্রস মুক্তিযোদ্ধার বক্সে পেয়ে বাঁম পায়ের দর্শনীয় শটে গোল করে ফেনীকে এগিয়ে নেন (১-০)। চলতি লিগে এটা শাহরানের তৃতীয় গোল। ৮৯ মিনিটে নীরার কর্নার থেকে অসাধারণ হেডে লক্ষ্যভেদ করে ফেনীর জয় নিশ্চিত করেন দলের ঘানাইয়ান ফরেয়ার্ড এনটিম টুয়াম ফ্রাংক (২-০)। পরে আপ্রান চেষ্টা করেও আর গোল শোধ দিতে পারেনি মুক্তিযোদ্ধা। ফলে জয় নিয়েই মাঠ ছাড়ে ফেনী সকার। একই ভেন্যুতে সন্ধ্যায় অনুষ্ঠিত দিনের অন্য ম্যাচে আরামবাগ ক্রীড়া সংঘ গোলশূণ্য ড্র করেছে টিম বিজেএমসির বিপক্ষে। এই ড্র’তে ২২ ম্যাচে ২৭ পয়েন্ট পেয়ে রহমতগঞ্জকে পেছনে ফেলে তালিকার ষষ্ঠস্থানে থেকে লিগ শেষ করলো। সমান ম্যাচে ২৫ পয়েন্ট পাওয়া বিজেএমসির অবস্থান নবমস্থানে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন