বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

মহানগর

ট্রাক-কাভার্ডভ্যানের অ্যাঙ্গেল বাম্পার খুলতে হবে ৩১ জানুয়ারির মধ্যে

| প্রকাশের সময় : ৩ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : ট্রাক ও কাভার্ডভ্যান এর অ্যাঙ্গেল ও অননুমোদিত বাম্পার খুলে ফেলার সময়সীমা ৩১ জানুয়ারি পর্যন্ত বড়ানো হয়েছে।
এর আগে এই সময়সীমা প্রথমে গেলো বছরের ৩০ নভেম্বর ও পরে ৩১ ডিসেম্বর পর্যন্ত নির্ধারণ করে দিয়েছিল সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। মালিকপক্ষের অনুরোধে বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির সভাপতি ও এলজিআরডি প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা ও মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে আলোচনা করে এই তারিখ নতুন বছরের ৩১ জানুয়ারি পর্যন্ত বর্ধিত করা হয়েছে বলে গতকাল সোমবার বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
গত বছরের সেপ্টম্বরের শেষ দিকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় ওই বছরের ৩০ নভেম্বরের মধ্যে সকল বাস, ট্রাক ও কাভার্ডভ্যানের অ্যাঙ্গেল ও অননুমোদিত বাম্পার খুলে ফেলার নির্দেশ দিয়েছিল। ওই নির্দেশনায় বলা হয়, মালিকপক্ষ নিজ উদ্যোগে এ কাজটি করবেন। উৎপাদনকারী প্রতিষ্ঠান ও বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) এর কারিগরি নির্দেশনার বাইরে নির্মিত বাস, ট্রাক ও কাভার্ডভ্যানের রেজিস্ট্রেশন দেয়া হবে না।
এ ব্যাপারে তখন বিআরটিএ কে কঠোর পদক্ষেপ নেয়ারও নির্দেশনা দেয়া হয়েছিল।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন