গত বছরের প্রায় পুরোটা জুড়েই নতুন গানে মুখর ছিল গ্রামীণ ফোনের জনপ্রিয় মিউজিক অ্যাপ জিপি মিউজিক। এই অ্যাপের মাধ্যমে দেশের প্রায় সব ধরনের সর্বাধিক গান প্রকাশ পেয়েছে। বছর শেষে সেই প্রকাশিত গান ও অ্যালবামের জনপ্রিয়তা বিচারের জন্য একটি জরিপ চালায় প্রতিষ্ঠানটি। যেখানে শ্রোতাদের ভোটে সেরা গান ও অ্যালবাম নির্বাচন করা হয়। ভোটে ২০১৬ সালের সেরা অ্যালবামের অ্যাওয়ার্ড পায় অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি। এই অ্যাওয়ার্ডটি পেয়েছে অ্যালবাম ‘প্রথম ভালোবেসে’র জন্য। অ্যালবামে তরুণ সংগীত পরিচালক প্রীতম হাসান গান করেন তাহসান ও অদিতের জন্য। অ্যালবামটিতে প্রীতম নিজেও গান গেয়েছেন। এর তিনটি গানই বছরজুড়ে আলোচনার খোরাক জুগিয়েছে মিডিয়া ও শ্রোতামনে। এ প্রসঙ্গে সিএমভির প্রধান এসকে সাহেদ আলী বলেন, আমি খুবই উচ্ছ¡সিত এই পুরস্কার প্রাপ্তিতে। শুভেচ্ছা জানাই প্রীতম হাসানকে। তার জন্যই আমাদের এই প্রাপ্তি। জিপি মিউজিকের এমন উদ্যোগকে সাধুবাদ জানাই। কারণ বছর শেষে এমন স্বীকৃতি আমাদের অ্যালবাম/গান তৈরি ও প্রকাশে উৎসাহ জোগায়। প্রথমবারের মতো আয়োজিত জিপি মিউজিকের এই অ্যাওয়ার্ড এবার পাঁচটি বিভাগে প্রদান করা হয়। বেস্ট অ্যালবাম/ইপি অব দ্য ইয়ার ২০১৬- সিএমভি-প্রীতমের প্রথম ভালোবেসে ছাড়াও এবার আউটস্ট্যান্ডিং ডেব্যু অব দ্যা ইয়ার এবং বেস্ট ডান্স সং অব দ্যা ইয়ার বিভাগ দুটিও জিতে নিয়েছেন প্রথম ভালোবেসে খ্যাত প্রীতম হাসান। আর অন্য দুটি অ্যাওয়ার্ড জিতে নিয়েছেন মিনার (বেস্ট সিঙ্গেল অব দ্যা ইয়ার) ও ন্যানসি (স্পট লাইট ডিভা অব দ্যা ইয়ার)।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন