শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

বটতলার নতুন নাটক ক্রাচের কর্নেল

| প্রকাশের সময় : ৬ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : গত বছরের ডিসেম্বরে ‘বটতলা রঙ্গমেলা ২০১৬’ উপলক্ষে বটতলা মঞ্চে এনেছে নতুন নাটক ‘ক্রাচের কর্নেল’। উৎসবের প্রথম দিনই নাটকটি মঞ্চস্থ হয়। এবার বেইলী রোডের মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে আজ আবারও প্রদর্শিত হতে যাচ্ছে ‘ক্রাচের কর্নেল’ এর ২য় প্রদর্শনী। এটি বটতলার ৯ম প্রযোজনা। শাহাদুজ্জামানের উপন্যাস থেকে নাটকটির নাট্যরূপ দিয়েছেন সামিনা লুৎফা নিত্রা ও সৌম্য সরকার। নির্দেশনা দিয়েছেন মোহাম্মদ আলী হায়দার। এই নাটকের মাধ্যমে বটতলা উন্মোচন করতে চেয়েছে বাংলাদেশের ইতিহাসের এক অস্থির সময়কে। অনেক তর্ক-যুক্তির মাধ্যমেই এগিয়ে চলে মূলত নাটকটি। না জানা অনেক বিষয়ের বিশ্লেষণাত্মক উপস্থাপনা এবং ইতিহাসের অলিগলিতে বিচরণ করার জন্যই প্রথম প্রদর্শনিটিতে নীলিমা ইব্রাহিম মিলনায়তন ছিল দর্শকপূর্ণ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন