শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

গভীর রাতে ভয়াবহ অগ্নিকান্ডে সনজুরি ট্রাভেলস ভস্মীভূত

| প্রকাশের সময় : ৬ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : বুধবার রাত ১২টায় রাজধানীর ৭৮ নয়া পল্টনস্থ সনজুরি টাওয়ারের দ্বিতীয় তলায় তালাবদ্ধ সনজুরি ট্রাভেলস এন্ড ট্যুরসে এক ভয়াবহ অগ্নিকান্ডে সমস্ত মালামাল ভস্মীভূত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, রাত ১২টার দিকে সনজুরি ট্রাভেলসের অফিসের ভেতর থেকে আগুনের লেলিহান শিখা ও ধোঁয়া জানালার ফাঁক দিয়ে বের হতে থাকে। অগ্নিকান্ডের খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা দ্রæত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা চালায়। পল্টন থানা পুলিশ ও র‌্যাবের সদস্যরাও দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। দমকল বাহিনীর সদস্যরা রাত পৌনে দু’টার দিকে আগুন আয়ত্তে আনে। অগ্নিকান্ডের সূত্রপাতের ঘটনা জানা যায়নি। হাবের মহাসচিব ও ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুল্লাহ’র মালিকানাধী সনজুরি ট্রাভেলস এন্ড ট্যুরসের ভেতরে প্রায় ৪০টি কম্পিউটার, ওমরাহযাত্রী, হজযাত্রী এবং মালয়েশিয়া গমনেচ্ছুকর্মীদের অনেক পাসপোর্ট, নগদ অর্থ ও বিমানের টিকিট পুড়ে ছাই হয়ে গেছে। হাবের মহাসচিব শেখ আব্দুল্লাহ গতকাল ইনকিলাবকে জানান, অগ্নিকান্ডের কারণ এখনো জানা যায়নি। তালাবদ্ধ অফিসের ভেতরে কিভাবে অগ্নিকান্ডের ঘটনা ঘটছে তা’ এখনো নিশ্চিত করা যায়নি। হাব মহাসচিব এক প্রশ্নের জবাবে বলেন, অগ্নিকান্ডে প্রায় ৮ কোটি টাকার মালামাল ভস্মীভূত হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন