বিনোদন ডেস্ক: গত বছর স্টেজ, অ্যালবাম ও প্লেব্যাকে বেশ ব্যস্ত ছিলেন সংগীতশিল্পী বাঁধন সরকার পূজা। বিশেষ করে নতুন বেশ কিছু গান প্রকাশ হয়েছে তার। এর মধ্যে নিজের একক অ্যালবামও প্রকাশ করেন। সিডি চয়েজ থেকে প্রকাশিত এ অ্যালবামের নাম ‘অবুঝ পাখি’। এখানে ইমরান, বেলাল ও সাজিদ সরকারের সুরে গান গেয়েছেন তিনি। এর মধ্যে বেলাল খানের সঙ্গে তার গাওয়া ‘অবুঝ পাখি’ গানটি মিউজিক ভিডিওর সুবাদে বেশ শ্রোতাপ্রিয়তা পায়। এদিকে তারই ধারাবাহিকতায় সম্প্রতি একটি একক গানে কণ্ঠ দিলেন তিনি। এটি চলতি বছর তার গাওয়া প্রথম গান। ‘খুঁজে যাই’ শিরোনামের এ গানটি লিখেছেন ফয়সাল রাব্বিকীন। আর সুর ও সংগীতায়োজন করেছেন সাদ শাহ। ২ তারিখ এ গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে ধানমন্ডির একটি স্টুডিওতে। এ বিষয়ে পূজা বলেন, বেশ ভিন্নধর্মী কথা ও সুরের একটি গান ‘খুঁজে যাই’। এটি আমার বছরের প্রথম রেকর্ডকৃত গান। সব মিলিয়ে গানটি গাইতে বেশ ভালো লেগেছে। আমার বিশ্বাস শ্রোতাদেরও ভালো লাগবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন